Skip to main content

দাবাড়ু প্রজ্ঞা!

১০ আগস্ট, ২০০৫'র কথা।


তামিলনাড়ু স্টেট কর্পোরেশন ব্যাংকের চাকরিজীবী রমেশ বাবু এবং তাঁর স্ত্রী নাগালাক্সমী'র ঘরে দ্বিতীয় সন্তান হিসেবে জন্ম হলো একটি ছেলের। ভারতের ঐ জায়গাটায় সাধারণত সন্তানদের নামের সাথে বাবার নাম যুক্ত করার রীতি আছে, এবং সে রীতি অনুযায়ী আগত সন্তানের নাম রাখা হলো প্রজ্ঞানন্দ, বাবার নাম যুক্ত করার পর ছেলেটার পুরো নাম দাঁড়ালো: রমেশবাবু প্রজ্ঞানন্দ। আর তাঁর বড় বোন: রমেশবাবু বৈশালী।


প্রায় কাছাকাছি বয়সের প্রজ্ঞা আর বৈশালী'র বড় হয়ে ওঠার গল্প প্রায় একই, এবং তাদের মধ্যে একটা বিশেষ মিল আছে- দুজনই দাবাড়ু।


দাবাড়ু প্রজ্ঞা আন্তর্জাতিক মহলে আলোচনায় আসে মাত্র দশ বছর দশ মাস এবং উনিশ দিন বয়সে- ২০১৬ সালের ২৯-এ মে'র ঘটনা। কেআইআইটি ইন্টারন্যাশনাল ওপেন টুর্নামেন্টের নবম রাউন্ডে আল মুথাইয়া'র সাথে খেলা গেমটা জেতার মাধ্যমে প্রজ্ঞা তাঁর আন্তর্জাতিক মাস্টার খেতাবটি নিশ্চিত করেন। শুধু খেতাব পেয়েই শেষ না- প্রজ্ঞানন্দ হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক মাস্টার! তাঁর ঠিক দুই বছর পর, ২০১৮ সালের ২৩-শে জুন প্রজ্ঞা ইতালিতে অনুষ্ঠিত একটি টুর্নামেন্ট খেলার মাধ্যমে চূড়ান্ত গ্র্যান্ডমাস্টার খেতাবটি অর্জন করেন। বয়স ১২ বছর ১০ মাস ১৩ দিন! প্রজ্ঞার আগে কম বয়সে গ্র্যান্ডমাস্টারের খেতাব পেয়ে রেকর্ড গড়া মানুষ আছেন মাত্র ৪ জন।


আমাদের আজকের আলাপ প্রজ্ঞা কত বছর বয়েসে গ্র্যান্ডমাস্টার হলেন কিংবা কয়টি টুর্নামেন্ট জিতলেন- তা নিয়ে নয় ।


মাত্র ১১ দিন আগে প্রজ্ঞানন্দ কিশোর থেকে যাত্রা শুরু করলেন যুবক হওয়ার পথে। ১৮ তম বছরে পা রাখা যুবক হতে শুরু করা প্রজ্ঞা নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। কবি হেলাল হাফিজের একটি কবিতার লাইন এ লেখায় জুড়ে দেয়া যায় অতি সহজেই

'এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'


প্রজ্ঞা যে নিজের শ্রেষ্ঠ সময় পার করছেন- তা আজকের দাবা বিশ্বকাপ ২০২৩'র টাইব্রেকার খেলায় একদম স্পষ্ট। তামিলনাড়ুর এই সন্তান বিশ্ব র‍্যাংকিং-এ তিন নাম্বারে অবস্থান করা আমেরিকান গ্র্যান্ডমাস্টার ফাবিয়ানো কারুয়ানা'কে ৩.৫-২.৫ স্কোরে পরাজিত করে ফাইনালের সিট নিশ্চিত করলেন। এ যেন নতুন জন্মে পদার্পণ করার মতোই! এখানে মনে রাখা জরুরী- বিশ্বনাথন আনন্দের পর প্রজ্ঞা-ই ইতিহাসে দ্বিতীয় ভারতীয় যে কিনা বিশ্বকাপের ফাইনাল পৌঁছেছে। প্রজ্ঞা মুখোমুখি হতে চলেছেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের।



এক নজরে প্রজ্ঞানন্দের ওয়ার্ল্ড কাপ জার্নি :

ফাইনালে ওঠার জন্য প্রজ্ঞা যাদের যাদের হারিয়েছেন -

গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিম লাগার্দ

গ্র্যান্ডমাস্টার ডেভিড নাভারা

গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা 

গ্র্যান্ডমাস্টার ফেরেন্স বেরকেস 

গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগেইসি 

গ্র্যান্ডমাস্টার ফাবিয়ানো কারুয়ানা 


আজ প্রজ্ঞার সমর্থনে থাকবে লাখো কোটি ভক্ত। আপনিও কি সেসব ভক্তদের একজন?

Popular posts from this blog

Indian Population 2050

আমার কথা প্রথমে কিছুটা ভিত্তিহীন মনে হয়। কিন্ত পরে সেটাই সত্যি হয়ে যায়। কিছু তথ্য দিয়ে রাখি, ১| আগামী বছর ভারতের জনসংখ্যা চিনকে ছাড়িয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত। বর্তমানে ভারতের জনসংখ্যা 141 কোটি, আর চিনের জনসংখ্যা 142 কোটি। আগামী 1 বছরে চিনকে ছাড়িয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। ২| আপনি যেটা ভাবছেন সরকার কিন্ত সেটা ভাবছে না। সরকারের ভাবনা হলো, একটি বৃহৎ জনসংখ্যা বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। সরকার Man কে Manpower এ রূপান্তরিত করার কথা ভাবছে। সরকার ভারতের জনসংখ্যা বাড়াতে চলেছে। 2050 এ ভারতের জনসংখ্যা বেড়ে হবে 166, আর চিনের জনসংখ্যা কমে হবে 131 কোটি। ৩| ভারতের স্বপ্ন সবচেয়ে কর্মক্ষম, সবচেয়ে তারুণ্যে ভরা দেশে পরিণত হওয়া। এই স্বীকৃতি ভারতের কাছে থাকবে না 2050 এ ভারতের মানুষের কর্মক্ষমতা এবং তারুণ্য হ্রাস পাবে। বরং পাকিস্তান, আমেরিকা এবং বাংলাদেশ এই তালিকার শীর্ষে থাকবে। ৪| জন্ম_নিয়ন্ত্রণের যে কুফল চিন ভোগ করছে ভারত তা চাই না। তাই জন্ম_নিয়ন্ত্রণের পথে হাঁটবে না ভারত। তাছাড়া দক্ষিণে জন্ম বৃদ্ধির হার অনেক কম। উত্তরে জন্ম_হার অনেক বেশি। ফলে একটি উত্...

संस्कृत वर्णमाला

अ आ इ  संस्कृत वर्णमाला अ अ अश्ब; आ आ आम्रः। अश्बः चतुरः ; आम्रः मधुरः। इ इ इक्षु: ; ई ई ईशाः।  रक्षतु सर्वानपि परमेशः। उ उ उदकम्, ऊ ऊ ऊर्मि । उदकम् प्रवहति, प्रभवति ऊर्मिः। ऋ ऋ ऋषिः ; ऋषिं नमामः। ऋ, ऌ इति वयं पठामः। ए ए एडः, स्थूलः पुष्ठः। ऐ ऐ इन्द्रजालिकः । ओ ओ ओतुः, 'म्याव् म्याव् ओतुः। ओ ओषधम्, मास्तु मास्तु। 

শশাঙ্ক

অপরাজিত বঙ্গাধিপতি শশাঙ্ক মহারাজ কানসোনাতে রাজধানী হতে হর্ষে দিয়েছে বাজ। মগধ, গৌড়, রাঢ় দেশ গাঁথে উড়িষ্যা ভুবনেশ্বর রাজনৈতিক সম্প্রসারে  কেঁপে ওঠে স্থানেশ্বর। একদিকে তিনি রক্ষা করেন হিন্দুত্বের ওই মতি পরমতসহিষ্ণু তবু মহাবিহারেও স্থিতি । জলকষ্টে দীঘির জল শরশঙ্ক খোঁড়েন নালন্দাতে বাড়ান হাত  ঐতিহ্যতে মোড়েন। কৃষি শিল্প জ্ঞানচর্চা বাণিজ্যে অগ্রগতি এমন রাজ্য শাসন করেন  গৌড়ের অধিপতি । বঙ্গাব্দের সূচনা খানা হয়ে যায় তাঁর হস্তে পাঁচশত তিরানব্বই সাল বিয়োগ করার ন্যস্তে । বাদ দাও যদি অঙ্কটা ওই দু'হাজার পার একুশ চৌদ্দোশ আটাশএলো এলো বাঙালির হুঁশ। ✍ কল্যাণ চক্রবর্তী 🎨 ছবি এঁকেছেন- শীর্ষ আচার্য আমার কল্পনার দৃষ্টিতে বাংলা বিহার উড়িষ্যার সম্রাট গৌরাধিপতি শশাঙ্ক এঁর নতুন আঙ্গিকে চিত্র অঙ্কন করলাম। বঙ্গাব্দের প্রবর্তক ও বাঙালির হৃদয় সম্রাট শশাঙ্কের জয়। শুভঃ বাঙালি নববর্ষ।