Skip to main content

পূজার প্রকারভেদ

ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে পূজোর কিছু আলাদা দিক আছে। 

১) ঈশ্বর পূজার্চনা সেবা ব্রত : সাধারণ সমস্ত পূজোই এর মধ্যে পড়ে।

২) কায়িক (শারিরিক) কষ্ট, বলিদান :

১| চৈত্র চরক পূজা
২| গাজন উৎসব 
৩| ধর্মরাজ পূজো
৪| মনসা পূজো

এখানে শারিরিক কষ্টের মাধ্যমে ঈশ্বর কে তুষ্ট করার প্রয়াস লক্ষ্য করা যায়।

৩) শৌর্য বা বীরত্বের পূজো যাকে এককথায় ক্ষত্রিয়দের পূজো বলে। যেমন-


১| রাবন বধ- অস্ত্র পূজা (অসুর নিধনের প্রতিজ্ঞা পালন)
২| কৃষ্ণ আষ্টমী (অস্ত্র পূজো) (কংস বধ)
৩| রামনবমী (রাবণকে বধ)
৪| বিজয়া দশমী
৫| পরশুরাম জয়ন্তী (ক্ষত্রিয়দের নাশ)

এখানে অস্ত্রের মাধ্যমে ন্যায়ের প্রতিজ্ঞা নেওয়া হয়। ধর্ম কে টিকিয়ে রাখার ও অধর্মকে পরাস্ত করার প্রতিজ্ঞা নেওয়া হয়।