Skip to main content

স্বজাগ্রত হিন্দু Vs স্বয়ংসেবকের মধ্যে পার্থক্য

একজন স্বজাগ্রত হিন্দু আর একজন স্বয়ংসেবকের মধ্যে প্রচুর পার্থক্য থাকে-

একটা ধর্মের ষাঁড়, অন্যটা কলুর বলদ।

একজনের শক্তি আর ইচ্ছা অসীম, অন্যজন হাল টানতে টানতে আর বৃত্তের চারিদিকে ঘুরতে ঘুরতে নিজের শক্তির কথা ভুলে যায়।

একজন নিজের ইচ্ছা অনুসারে কাজ করে, অন্যজনকে লাঠি মেরে মেরে কাজ করাতে হয়। 

সারাদিন দৌড়ে বেড়ালেও, পরিশ্রম করলেও কোনো অহংকার বোধ জন্মায় না। অন্যজন 
যেহেতু সারাক্ষণ গলায় দড়ি বাঁধা থাকে, তাই তার মনে হয়, সে সারাক্ষণ কাজ করছে। তাই তার কিছুটা অহংকার বোধ জন্মায়।

বিধ্বংসী শক্তির অধিকারী, যতটা শান্ত, ততটাই উগ্র। উল্টোদিকে, সারাক্ষণ ফোঁসফোঁস করে, কিন্ত লড়াইয়ের সময় আক্রমণ করতেই পারে না।

Type 1 - যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মা 
Type 2- মনোহারলাল খট্টর, (former Pracharak, RSS)
শিবরাজ সিং চৌহান


🟢মুসলমান সম্পর্কে প্রত্যেকের বিচারধারা আলাদা আলাদা। বামপন্থীদের মতে, সংখ্যালঘু মুসলমানরা অত্যাচারিত, প্রতারিত, ক্ষুধার্ত। তাই তারা কখনো সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের করা বঞ্চনার প্রতিবাদে, কখনো ক্ষিদের জ্বালায় কাতর হয়ে ধনবান হিন্দুদের উপর আক্রমণ করে। সেটা করতেই পারে, এর মধ্যে কোনো দোষ নেই।

বঞ্চিত মানুষ যে বঞ্চনার প্রতিবাদ করবে, ক্ষুধার্ত মানুষ যে নিজের ক্ষুধা নিবৃত্তির জন্য আক্রমণ করবে এটাই স্বাভাবিক। এটাই জীবজগতের নিয়ম। 

🟠সঙ্ঘের বিচারধারা কিন্ত একটু আলাদা। তাদের মতে আমরা সবাই ভারতবাসী, আমরা একই মায়ের সন্তান, আমরা ভাই-ভাই। আমাদের DNA একই। আমাদের মধ্যে মতভেদ হয়ে যায়, কখনো কখনো হাতাহাতি হয়ে যায় তাই বলে আমরা হিন্দু আর মুসলমানদের আলাদা করতে পারি না। 'হিন্দু' আর 'মুসলমান' তো একই, এই শব্দ দুটো ব্যবহার করাই উচিত নয়। তারা পরস্পর এক সূত্রে গাঁথা, বরং যখন তারা যখন নিজেদেরকে পৃথক মনে করে তখনই তো ঝামেলার সৃষ্টি হয়।

মুসলমানকে মুসলমান ভাবা বা তাদেরকে ঘৃণা করা উচিত নয়, বরং তাদেরকে ভালোবাসা উচিত। দুই ভাইয়ের একজন ঘর ছেড়ে চলে গেছে, তাদেরকে ভালোবেসে ঘরে ফিরিয়ে নেওয়াই আমাদের উচিত কাজ। যারা দাঙ্গা করে, তারাও তো 'বিগড়ে যাওয়া হিন্দু'ই। তাই তাদেরকে আক্রমণ করার অর্থ নিজেকেই আক্রমণ করা।

এইসব ভণিতা তো ঠিক আছে, বুঝলাম। কিন্ত যখন কোনো হিন্দু গো-হত্যা বন্ধ করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়ে দুজনকে হত্যা করে তখনই তাঁর রূপ বদলে যায়। তিনি বলেন, "যারা lynching করছে তারা হিন্দুত্ব বিরোধী, তারা আততায়ী, আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া দরকার"
(Link - https://youtu.be/AgTXNGY8fSQ )

কেনো এই lynching করা হিন্দুদের জন্য সহানুভূতি দেখালেন না সরসঙ্ঘচালক? কেনো বললেন না তারা 'বিগড়ে যাওয়া হিন্দু'? কেনো তাদের শাস্তির দাবি করলেন তিনি?

♠️হিন্দু মুসলমান ঝামেলা তাঁর কাছে "সামান্য মতভেদ"
♠️ মুসলমানের করা বড় বড় দাঙ্গা তাঁর কাছে, দুই ভাইয়ের "হাতাহাতি"
♠️বড় বড় দাঙ্গাকারী তাঁর কাছে, 'বিগড়ে যাওয়া হিন্দু'
♠️ গণহত্যায় অস্ত্র ধরার অর্থ 'নিজের ভাইকে হত্যা করা!'

এই প্রসঙ্গে আমার মনে একটা প্রশ্ন জাগছে,

 ধরুন একজন মুসলমানের হাতে একজন স্বয়ংসেবক মারা গেলো, তাহলে সরসঙ্ঘচালক তখন কি বলতেন?

"একটু সামান্য মতভেদের কারণে ছোটো ভাই বড় ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। এটা অতি সামান্য পারিবারিক ঘটনা। ছোটো ভাইয়ের বায়না মেনে না নিলে ছোটো ভাই রাগ করে গলায় ছুরি চালিয়ে দিতেই পারে। এ অতি সামান্য ঘটনা, এসব নিয়ে এতো উত্তেজিত হওয়ার দরকার নেই!"

-- পরম পূজ্যনীয় সরসঙ্ঘচালকের বক্তব্যটা কিছুটা এইরকমই হতো। যেহেতু আজ পর্যন্ত কখনোই কোনো বড় ভাইয়ের (স্বয়ংসেবকের) মৃত্যু প্রসঙ্গ তিনি ছোটো ভাইকে দোষারোপ করেননি, তাই আমরা শুনতে পাইনি। এইসব অতি ছোট্ট ঘটনা, তাই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত, তাই নয় কি!? বলুন?



#FreeTemples নিয়ে গোটা দেশ উথাল-পাথাল হলেও একটি আন্দোলনও দিল্লীর রাজপথ পর্যন্ত পৌঁছাতে পারলো না! কেনো!?

দিল্লীর রাজপথে পৌঁছানোর দ্বার কি কেউ বন্ধ করে রেখেছে ? কেনো একটিও প্রতিবাদ দিল্লী পর্যন্ত পৌঁছাচ্ছে না? উত্তর জানা আছে আপনাদের?

যখনই কোনো দাবি দিয়ে সোস্যাল মিডিয়ায় তোলপার হয়, তখনি ছোটো ছোটো সংগঠনগুলো active হয়ে যায়। এই সংগঠনগুলো মহকুমা বা ছোটো শহর স্তরে আন্দোলন করে। তারপর সেই আন্দোলন আর অগ্রসর হয় না! 

এই আন্দোলন ছোটো শহর থেকে বড় শহরের দিকে অগ্রসর হয় না, তার কারণ বড় বড় সংগঠন এবং নেতারা সেই আন্দোলনকে হাইজ্যাক করে Political রূপ দিয়ে দেয়। সমস্ত দোষ গিয়ে পড়ে কংগ্রেসের উপর। এবং ভরসা দেওয়া হয় একমাত্র বিজেপির সরকার থাকলে তবেই এই কাজ করা সম্ভব, অন্য কেউ এই কাজ করবে না। এটা তো গেলো Political angle.... কিন্ত আসল কারণ কি!?

হিন্দুত্বের সবচেয়ে বড় সংগঠন RSS, VHP -এরা কখনোই চাই না সরকারের উপর চাপ পড়ুক, তাই মহকুমা স্তরে আন্দোলন করে ভোট ব্যাংকে প্রভাব ফেলা হয়, কখনোই এই বিষয় নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে দেওয়া হয় না। RSS কখনোই কোনো বিজেপি সরকার বিরোধী বড় আন্দোলন করতে দেবে না। তাহলে বিকল্প পথ কি?

বেশ কিছু ছোটো ছোটো সংগঠন আছে যারা এই কাজগুলো করতে পারে, কিন্ত তাতেও একটু সমস্যা আছে। হতে পারে এই সংগঠনগুলো স্বতন্ত্র, কিন্ত এতেও বেশ কিছু বিজেপি বিধায়ক কে সাম্মানিক সদস্যতা দেওয়া হয়েছে। তারা এইসব সংগঠনের সিদ্ধান্তকে প্রভাবিত করেন। তাহলে বিকল্প কি?

বিকল্প, আমাদেরকে রাজনীতির উপরে উঠে ধর্ম কে সর্বোচ্চ স্থান দিতে হবে। সংগঠন কে মনে রাখতে হবে তারা কোনো রাজনৈতিক দলের দলদাস নয়, তারা হিন্দু সংগঠন, সমস্ত হিন্দুদের ভরসা, তাই মেরুদন্ড সোজা রাখতে হবে, কোনও রাজনৈতিক দলের চ্যালাগিরি করা তাদের মানায় না। 

রাজনীতির উপরে উঠে হিন্দুত্বকে সর্বোচ্চ স্থান দিলে একদিন হিন্দুরাও দিল্লীর রাজপথ অবরোধ করতে পারবে, একদিন দিল্লীর রাজপথেও হিন্দু-সিংহেরা গর্জে উঠবে!

জয় শ্রীরাম ||🙏🏻

আমাদের জীবনে কিছু কিছু কাজের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। যখন ওই ব্যক্তিটি খুবই প্রিয় এবং নির্ভরযোগ্য হয় তখন আমরা তাকে বিশ্বাস করতে আরম্ভ করি। এই বিশ্বাস থেকে আমাদের মনে ভবিষ্যতের পূর্বানুমান জন্মায়। আমরা আশা করি আমাদের প্রিয় মানুষটি এই কাজটি করতে চলেছেন হয়তো। যেহেতু তিনি বলেননি, আমরা সম্পূর্ণ নিশ্চিত না হলেও আমাদের দৃঢ় বিশ্বাস থাকে এই কাজটি হতে চলেছে।

এবার ধরুন আপনার প্রিয় মানুষটি কিছুতেই সেই কাজটি করছে না। তখন আপনার মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। তিনি আরও বড় কিছু ভাবছেন, সেইজন্যই এক কাজটি করছে না। কিন্ত যখন দেখেন, না, বড় কিছু তো ভাবছে না। তাহলে করছে না কেনো? যাহোক নিশ্চয়ই কেউ কাজটি করতে বাধা দিচ্ছে, নাহলে করবে না কেনো? এরপর যখন মনে হয় না কেউ তো বাধা দিচ্ছেনা, তখন মনে হয় নিশ্চয়ই অন্য কোনো কাজ আগে করা দরকার, তিনি এখন সেই কাজেই মনোনিবেশ করেছেন, সেইজন্য করছেন না।

এইসব কথা ভাবতে ভাবতে অনেকদিন পার হয়ে যায়, তখন আপনার মনে হয়, দীর্ঘদিন হয়ে গেলো, নিশ্চয়ই তিনি ভুলে গেছেন, নাহলে করতেন নিশ্চয়ই। তাই আপনি ভাবেন, এবার আমার একবার মনে করিয়ে দেওয়া দরকার। নাহলে কাজটি আর হবে না।" তখন আপনি আপনার প্রিয় পাত্রটিকে বলেন, মহাত্মা, এই কাজটি দীর্ঘদিন পড়ে আছে, আপনি যদি একটু দেখেন, উপকৃত হবো। তখন মহাত্মা বলেন, "ঠিক আছে মহাশয়া, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি বিষয়টিকে আত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবো।" আপনিও আশ্বাসন পেয়ে আনন্দিত হন এবং ভাবেন এবার কাজটি নিশ্চয়ই খুব তারাতারি হয়ে যাবে। 

তারপর আবার অনেকদিন পার হয়ে যায়। আপনি মনে করেন, নিশ্চয়ই তিনি উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন, সেইজন্যই হচ্ছে না। উপযুক্ত সময় এলে কাজটি নিশ্চয়ই হয়ে যাবে। এইরকম ভাবতে ভাবতে বেশ কয়েকটি উপযুক্ত সময় পার হয়ে যায়, তখন আপনি আবারো আপনার প্রিয় পাত্রটিকে মনে করিয়ে দেন। তিনি আবারও আশ্বাসন দেন... বিষয়টি এইরকম ভাবেই চলতে থাকে। 

শেষমেশ আপনি রাগ করে গালিগালাজ করেন, তখনও তিনি বলেন, "উপযুক্ত সময় এলে নিশ্চয়ই হবে...." আপনি রেগে জিজ্ঞেস করেন, আপনার উপযুক্ত সময় কখন হবে, আমার মৃত্যুর পর? তিনি মুচকি হাসেন এবং বলেন, "তুমি কি আমাকে বিশ্বাস করো না। আমার প্রতি কি তোমার বিশ্বাস নেই? আমি না করলে এই কাজটি কে করবে? অন্য কেউ করতে পারবে?" আপনি বলেন বিশ্বাস করি আপনাকে। তখন মহাত্মা বলেন, "অপেক্ষা করুন, সময় এলে নিশ্চয়ই হবে...."

এই থিয়োরীতেই চলে আমাদের জীবন। যখন উত্তরদাতা অনুপস্থিত থাকে তখন আমাদের মন নিজে থেকেই উত্তর খোঁজার চেষ্টা করে। এইরকম দুটি আত্মিক থিয়োরী হলো - "গভীর_ষড়যন্ত্র_তত্ত্ব" এবং "Masterstroke_Theory"...

 যেমন ধরুন, NRC না করার কারণ কি, সে উত্তর টা আমরা নিজেই তৈরী করে নিয়েছি। CAA লাগু করতে দেরী করার কারণও আমরা মনে মনে ভেবে নিয়েছি। আরও অনেক কিছুই আছে.... এইসব প্রশ্নের উত্তর আমাদেরকে মোদী দেয়নি... উত্তর দাতা অনুপস্থিত, তবুও উত্তরদাতা অনুপস্থিতেই আমাদের মন নিজে থেকেই উত্তর খুঁজে নিয়েছে.... তাই নয় কি?



🎯 আমার ভবিষ্যত প্রজন্ম যদি আমাকে প্রশ্ন করে যে - যখন দেশ বরবাদ হচ্ছিলো,তখন আমি কোথায় মুখ লুকিয়ে বসেছিলাম!

তখন আমার সম্ভাব্য উত্তর হবে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম, কিন্ত আমাদের সেনাপতি অস্ত্র চালানোর অনুমতি দেয়নি। তিনি শুধুমাত্র সৈন্য সংগ্রহ করে গেছেন, তাদেরকে যথাযথ ট্রেনিংও দেননি, শেখাননি যুদ্ধ কৌশলও। তবুও তিনি বলেছেন আমরাই যুদ্ধে জিতবো, বিপক্ষের সৈন্যদল আমাদের বিরাট সৈন্যবাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে। তাই যুদ্ধ কৌশল শেখার বা অস্ত্র চালানোর কোনো প্রয়োজন নেই। তাই আমরা যুদ্ধে হেরে গেছি।


এক পাগলা দোচা Vs এক ঢ্যামনা দোচা

আশ্বিনী উপাধ্যায় বারবার মোদী, অমিত শাহ, B L সন্তোষ এর সাথে দেখা করে বিলগুলো পাশ করানোর এবং কোর্টে হাজিরা দেওয়ার অনুরোধ করেন। তখন তারা বলে, ঠিক আছে। কিন্ত কাজের বেলা কিচ্ছু করে না।

কোর্টে যাদের হাজির হওয়ার কথা তারা হলেন সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতিনিধি এবং Atorney General of India (K. K. Menon) যারা কোর্টের সামনে সরকারের পক্ষ রাখে।

আশ্বিনী উপাধ্যায় কে PIL Man of India বলা হয়। তাঁর বক্তব্যের যুক্তিগ্রাহ্যতা কে স্বীকার করে কোর্ট তার জন্য একটি সম্পূর্ণ আলাদা বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে শুধুমাত্র তার PIL গুলো শোনা হবে। কিন্ত তা হলে কি হয়! এই ঢ্যামনা দোচাগুলোও কিছু কম যায় না! এরা কোনোমতেই কোর্টে হাজির হয় না। যদি সংশ্লিষ্ট দফতর/ মন্ত্রকের প্রতিনিধি আসে তো সরকার পক্ষের উকিল আসে না। আর যদি উকিল আসে, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতিনিধি আসে না। এইভাবেই আজকে 7/8 ধরে কেসগুলো Delay করছে সরকার ইচ্ছাকৃত। 

তবুও এই পাগলা দোচাও কিছু কম যায় না। তাঁর বক্তব্য সরকারকে একদিন কোর্টের সামনে মাথা নত করতেই হবে। একদিন তিনিই জিতবেন আর সরকার হ্রবে। আর সের হারের ভয়েই সরকার পক্ষের উকিল কোর্টে হাজিরা দেন না।

এই পাগলা দোচা আবার একটা PIL করেছে #ওয়াকফ বোর্ডের বৈধতা নিয়ে। কিন্ত সরকারের গাঁডে এতটুকু দম নেই যে এই কেসের বিরোধীতা করে বা এই কেস কে সমর্থন করে! ছ্যা! ল্যাওরামি চলছে সব! এরাই আবার হিন্দুবাদী_দল বলে বুক চাপরায়!




কয়েকদিন আগেই হিন্দুরা সুপ্রীম কোর্টে কেন্দ্র সরকার জানিয়েছে হিন্দুরাও সংখ্যালঘুর স্বীকৃতি পাবে। এই নিয়ে বেশ কয়েকজন লাফালাফি করছিলো। কিন্ত জানেন কি, হিন্দুরা সংখ্যালঘুর স্বীকৃতি পেলো কিভাবে?

ভারতবর্ষে হিন্দুরা এই স্বীকৃতি পেয়েছে PIL এর মাধ্যমে। আশ্বিনী উপাধ্যায় দীর্ঘদিন আগে একটি PIL করেছিলেন। সরকার পক্ষ দীর্ঘদিন কেসটিকে অবহেলা করে। এর জন্য সুপ্রিম কোর্টের কাছে ভৎ্সনাও শুনতে হয়েছে। দীর্ঘদিন অবহেলার পরে সরকার সংখ্যালঘুর সংজ্ঞা নির্ধারণ করে। কিন্ত হিন্দুদেরকে সংখ্যালঘুর স্বীকৃতি দেয়নি। 

আশ্বিনী উপাধ্যায় আবারো নতুন কে PIL ফাইল করেন এবং বলেন "দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছে, অথচ তারা সংখ্যালঘুর স্বীকৃতি পাচ্ছেন না। তাই অবিলম্বে সংখ্যালঘুর শতাংশ নির্ধারণ করা হোক। এবং হিন্দুদেরকে জেলাস্তরে সংখ্যালঘু স্বীকৃতি দেওয়া হোক।"

ফলাফল - সরকার অনেক টালবাহানার পরে হিন্দুদেরকে সংখ্যালঘুর স্বীকৃতি দিয়েছে ঠিকই। কিন্ত, সংখ্যালঘুর শতাংশ নির্ধারণ করেনি। এর ফলে সরকারের ইচ্ছা হলে যে কাওকে সংখ্যালঘুর স্বীকৃত দেওয়া যাবে, আবার সরকারের ইচ্ছা না হলে কেউ সংখ্যালঘুর স্বীকৃতি না পেতেও পারে!

এতে আর যাই হোক মুসলমানদের সংখ্যালঘু Tag সরবে না। কিন্ত সরকার যদি সংখ্যালঘুর শতাংশ নির্ধারণ করতো, তাহলে মুসলমানরা অধিকাংশ জেলায় সংখ্যালঘুর tag হারাতো। কিন্ত, এতে তো সরকারের লোকসান হবে! সরকারের ভোট কমে যাবে, সেই ভয়ে এখনও সরকার সংখ্যালঘুর শতাংশ নির্ধারণ করতে নারাজ। কিন্ত আশ্বিনী উপাধ্যায়ও সেইরকম পাগলাদোচা। হয়তো আবারো কোনোদিন আর একটা PIL করে বসবেন!



🔴 আসাদউদ্দিন ওয়েসি ভারতবর্ষের পরবর্তী জিন্না হতে চলেছে। সে মুসলমানদের জন্য জমি দখল করতে মরিয়া। কিন্ত সুযোগটা কে দিচ্ছে? সরকার চাইলে কি তাকে দুমরে মুচরে আস্তাকুড়ে ছুড়ে ফেলতে পারতো না!? কিন্ত সেটা করার ইচ্ছাই তো নেই সরকারের!

🔴 আকবরউদ্দিন ওয়েসির বক্তব্য টা সকলেই জানি। কোন প্রসঙ্গে কেনো বলেছিলো সেটাও সকলের জানা। সরকার চাইলে বিনা জামিনে 6 মাস ধরে জেলে পঁচাতে পারতো। NSA লাগাতে পারতো। তার বদলে সরকার কি করলো? কিচ্ছু না!
কোর্ট বললো- আকবরউদ্দিন ওয়েসির বক্তব্য "Hate Speech নয়"

🔴প্রশান্ত কিশোর যদি সত্যিই সরকারের শত্রু হতো, সব যায়গায় বিজেপির হারের কারণ হতো তাহলে এতোদিনে - ipac নামক সংস্থার কোনো অস্তিত্বই থাকতো না। কারণ- 
১| অবৈধ আর্থিক লেনদেন
২| ভোট গণণা কেন্দ্রে জালিয়াতি করে নিজস্ব কোম্পানির প্রতিনিধি পাঠানো এবং পরিসংখ্যান বদলানো।
৩| ভোট গণনা কেন্দ্রে টাকা লেনদেনের মাধ্যমে ভোট কেনা

-এইসব অভিযোগে আজীবন কারাবাস ভোগ করতে হতো।




Popular posts from this blog

হিন্দু বিরোধী, বৈষম্যমূলক OBC আইন

২০১১ সালে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় আসে। আর তারপরই রাজ্যের তথাকথিত পিছিয়ে পড়া (?) মুসলিম সম্প্রদায়ের জন্য কল্পতরু হয়ে ওঠেন মমতা ব্যানার্জি। মুসলিমদের জন্য নানা রকম সুযোগ সুবিধা দিতে থাকেন। আর সেই সময় চুপিসারে ২০১২ সালে পাস হয়ে যায় একটি আইন- “ The West Bengal Backward Classes (Other than Scheduled Castes and Scheduled Tribes) (Reservation of Vacancies in Services and Posts) Act, 2012,”  🔴কি ছিল সেই আইনে? আইন অনুযায়ী OBC ( Other Backward Classes ) কে দুই ভাগে ভাগ করা হয়; OBC-A এবং OBC-B । আর এইভাবে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষদের ঢালাও সরকারি চাকরিতে সংরক্ষণ দিয়ে দেওয়া হয়। আর সেই সংরক্ষণ দেওয়া হয় পিছিয়ে পড়া হিন্দুদের কোটার ভাগ কেটে। এখানে উল্লেখযোগ্য, OBC-তে হিন্দুরা যে সংরক্ষণের সুবিধা লাভ করতেন, তা পিছিয়ে পড়ার মাপকাঠিতে। তাছাড়া, সংরক্ষণ তালিকায় তাদের জাতির সঙ্গে হিন্দু কথা লেখা থাকতো না। কিন্তু OBC-A এবং OBC-B ক্যাটাগরিতে  যাদের পিছিয়ে পড়া বলে উল্লেখ করা হয়েছে, সেখানে তাদের জাতির পাশে পরিষ্কার ‛মুসলিম’ কথা...

𝒯𝒽𝑒 𝐻𝒾𝓃𝒹𝓊𝓉𝓋𝒶 𝒟𝒶𝒾𝓁𝓎

||হিন্দুত্বের সারাদিন ||   ১|  জনপ্রিয়তার নিরিখে রাষ্ট্রনেতাদের মধ্যে ফের শীর্ষে মোদি, বলছে মার্কিন সমীক্ষা। মর্নিং কনসাল্টের সমীক্ষা অনুযায়ী, ১২ রাষ্ট্রপ্রধানকে পিছনে ফেলে জনপ্রিয়তার নিরিখে এবারও একনম্বরে নরেন্দ্র মোদি। তাঁর ঝুলিতে ৭৭ শতাংশ জনপ্রিয়তা।  আমেরিকার সংস্থা মর্নিং কনসাল্ট বিভিন্ন দেশের প্রধানদের গ্রহণযোগ্যতা নিয়ে সমীক্ষা করে। ৭ দিন অন্তর সমীক্ষা করেন তারা। এবারের সমীক্ষাতেও মোদির মুকুটে নয়া পালক জুড়েছে। এবারের তালিকায় একনম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি (৭৭ শতাংশ), দ্বিতীয় স্থানে মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওবারডার (৬৩ শতাংশ), তৃতীয় স্থানে ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। সাত নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২| "সিনেমাটার জন্য তো সমাজ ভেঙে ২ টুকরো হয়ে যাবে!'' The Kashmir Files-নিয়ে ক্ষোভ প্রকাশ নানা পটেকরের (Support link- https://dainik-b.in/NGBwPX0Wvob )

Parallel Government in Hindu Rastra

অনেকেই এখনও confusion এ আছেন। ব্যাপারটা পরিষ্কার করে দিই। আপনাদের কি মনে হয়? বিনা বাক্যে মুসলমানদের হাতে আফগানিস্তান ছেড়ে দিয়ে এসেছিলো হিন্দুরা? কি মনে হয় বিনা যুদ্ধেই বালোচিস্তান মুসলমানদের হাতে ছেড়ে দিয়েছিলো? কোনো প্রতিবাদ, প্রতিরোধ ছাড়াই মুসলমানরা হিন্দুদের দেশগুলো দখল করেছে? কোনো প্রতিবাদ হয়নি? কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি?  পোস্ট টা লেখার আগে ভাবছিলাম লেখার আদৌ দরকার আছে কি না? জ্ঞানপাপীরা এসব সমস্ত কিছুই জানে, তবুও মানে না। আসলে অন্ধের চেয়েও অন্ধ হওয়ার ভান করে যারা তারা কিছুই দেখতে পায় না। অনেকেরই ধারণা হিন্দুরা হয়তো বিনা যুদ্ধেই মুসলমানদের হাতে আফগানিস্তান ছেড়ে দিয়ে এসেছিলো হিন্দুরা। বিনা যুদ্ধেই হিন্দুরা মুসলমানদের হাতে বালোচিস্তান ছেড়ে দিয়ে এসেছিলো? এমন ধারণা যে সর্বৈব মিথ্যা তার প্রমান-  1. https://youtu.be/VSIyCwVQRio 2. https://youtu.be/VSIyCwVQRio 3. https://youtu.be/re8txYC56vo এখন প্রশ্ন, হিন্দুরা আফগানিস্তান, বালোচিস্তান ছেড়ে আসতে বাধ্য হলো কেন? এর উত্তর রাজশক্তির পতনের সাথে সাথেই হিন্দুদের পতন। ধরুন একজন হিন্দু রাজা কোনো মুসলমান রাজার সাথে পরাজিত হল...