Skip to main content

দেশ বড় নাকি ধর্ম বড়

এক ভাই জিজ্ঞেস করলেন "দেশ" বড় নাকি "ধর্ম"?

এ নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। কেউ বলেন "দেশ" আবার কেউ বলেন "ধর্ম"। কেও আবার দুটোর মধ্যে তুলনা করতেই চান না।

যদি আজ থেকে 10 বছর আগে আমাকে এই প্রশ্ন করা হত তাহলে "দেশ" বলতে 1 সেকেন্ড সময় নিতাম না। কিন্তু আজ আমি "ধর্ম" বলতে দেরি করব না ।

দেশ... দেশ কি?

যতদিন এই দেশে আছেন, এই দেশে যতদিন নিরাপদ থাকবেন, ততক্ষণ পর্যন্ত এটি আপনার দেশ। এই দেশকে তখনও দেশ বলা হবে, যখন কেউ এই দেশকে দখল করে তোমাকে তাড়িয়ে দেবে। কিন্তু তখন এই দেশ হানাদারদের হবে, তোমার নয়। এর অর্থ পরিষ্কার- যতদিন দেশে আপনার শাসন থাকবে, ততদিন দেশ আপনার। কিন্ত, দেশ রক্ষা হয় ধর্ম দিয়েই।

যে ধর্মের মানুষের একটিও দেশ ছিল না, কেবল ধর্ম আঁকড়ে ধরে তারা 57 টি দেশ তৈরি করেছে। আর যারা ধর্মের চেয়ে জাতীয়তাকে বেশি গুরুত্ব দিয়েছে, দেশ তাদের হাত থেকে হারিয়ে গেছে একটি গোটা মহাদেশ।

পাকিস্তান, আফগানিস্তান আকারে দেশের একাধিক বড় অংশ আমাদের হাত থেকে হারিয়ে গেছে কেন? কারণ আমরা ধার্মিক কম ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী বেশি হয়ে গেছিলাম।

হিন্দুরা যদি কট্টর হত, ধর্মের জন্য লড়াই করতে অনড় থাকত... লড়াই করত যে তারা মরবে কিন্তু অন্য ধর্মের মানুষকে তাদের জায়গা দেবে না। তাহলে পাকিস্তানের মতো একাধিক বিধর্মী দেশ তৈরী হতো না।

🖊 Mondal Rita