Skip to main content

এইসব নীল_প্রীতি নয় এইসব আসলে বিধর্মী_প্রীতি...!


যেসব ছবিগুলো পোস্ট করা হয়েছে, এগুলো পোস্ট করে দেখুন 90% হিন্দু মেয়ে বলবে "I love this", তাইতো? এটাই সত্যি। এগুলো সমস্ত মেয়েরা পছন্দ করে। এখন প্রশ্ন, এর মধ্যে ধর্মের প্রসঙ্গ এল কীভাবে?

ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করুন তো। ছবিগুলোতে হিন্দু কালচারের কোনো চিহ্ন আছে ? না নেই !

নীল রঙের কোনো গয়না হয় কি? না হয়না ।

কিন্তু, হিন্দু ধর্মের বিয়েতে কি রঙের শাড়ি পড়া হয়? লাল না নীল? 

ঐ সিঁদুর কি রঙের হয় ? লাল না নীল?

শাখা-পলা কি রঙের হয়? লাল না নীল ?

যে কোনো মেয়েকে লাল শাড়ি পড়লেই ভালো লাগে। কিন্ত সবাইকে নীল শাড়ি পরে ভালো লাগে না। লাল শাড়ি ক্যামেরাতে যথেষ্ট suitable। নীলশাড়ি পড়ে ছবি ভালো ওঠেনা। মডেলদেরকে দিয়ে, অনেক পরিশ্রম করে এইসব photo তোলা হয়েছে। এতো পরিশ্রমের কারন কি ?

মেয়েদেরকে ধর্মান্তরিত করার সব চেয়ে বড়ো বাধা হলো এই লাল রং। মেয়েরা লাল সারি, লাল সিঁদুর, শাখার-পলা, মঙ্গলসূত্র এসবের মোহ কাটাতে পারে না।

এতো কষ্ট করার আসল কারণ হলো লাল শাড়ির বদলে, নীল শাড়ি। লাল মঙ্গল সূত্রের বদলে, নীল ডিজাইনার গয়না।
লাল শাখা-পলার বদলে নীল চুরি।
আলতা ছাড়া নূপুরকে জনপ্রিয় করা।

এটা আসলে লাল এর সাথে নীল এর যুদ্ধ। মেয়েদের মনে লালকে হারিয়ে নীলকে জায়গা করে দেবার চেষ্টা। অনেক মেয়েই নিজেকে এখন Blue Lover বলছে। বিগত দুই বছরে মেয়েদের কাছে নীল রঙ বিশেষ একটা জায়গা করে নিয়েছে। এখন অনেকে বিয়েতে নীল বেনারসীও পড়ছে। এখন অনেকে মেয়েই, মঙ্গলসূত্রের বদলে ডিজাইনার গহনা পড়ে।

আর একটা ব্যাপার, মুসলমান মেয়েদেরও সিঁদুরের প্রতি খুব আকর্ষণ আছে। ওরাও চায় সিঁদুর পড়তে। কিন্তু, স্বামীরা কিছুতেই permission দেয়না। তাই মুসলমান যুবকেরা হিন্দু মেয়েদের মন ভোলাতে এসব Post করছে।