Skip to main content

এইসব নীল_প্রীতি নয় এইসব আসলে বিধর্মী_প্রীতি...!


যেসব ছবিগুলো পোস্ট করা হয়েছে, এগুলো পোস্ট করে দেখুন 90% হিন্দু মেয়ে বলবে "I love this", তাইতো? এটাই সত্যি। এগুলো সমস্ত মেয়েরা পছন্দ করে। এখন প্রশ্ন, এর মধ্যে ধর্মের প্রসঙ্গ এল কীভাবে?

ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করুন তো। ছবিগুলোতে হিন্দু কালচারের কোনো চিহ্ন আছে ? না নেই !

নীল রঙের কোনো গয়না হয় কি? না হয়না ।

কিন্তু, হিন্দু ধর্মের বিয়েতে কি রঙের শাড়ি পড়া হয়? লাল না নীল? 

ঐ সিঁদুর কি রঙের হয় ? লাল না নীল?

শাখা-পলা কি রঙের হয়? লাল না নীল ?

যে কোনো মেয়েকে লাল শাড়ি পড়লেই ভালো লাগে। কিন্ত সবাইকে নীল শাড়ি পরে ভালো লাগে না। লাল শাড়ি ক্যামেরাতে যথেষ্ট suitable। নীলশাড়ি পড়ে ছবি ভালো ওঠেনা। মডেলদেরকে দিয়ে, অনেক পরিশ্রম করে এইসব photo তোলা হয়েছে। এতো পরিশ্রমের কারন কি ?

মেয়েদেরকে ধর্মান্তরিত করার সব চেয়ে বড়ো বাধা হলো এই লাল রং। মেয়েরা লাল সারি, লাল সিঁদুর, শাখার-পলা, মঙ্গলসূত্র এসবের মোহ কাটাতে পারে না।

এতো কষ্ট করার আসল কারণ হলো লাল শাড়ির বদলে, নীল শাড়ি। লাল মঙ্গল সূত্রের বদলে, নীল ডিজাইনার গয়না।
লাল শাখা-পলার বদলে নীল চুরি।
আলতা ছাড়া নূপুরকে জনপ্রিয় করা।

এটা আসলে লাল এর সাথে নীল এর যুদ্ধ। মেয়েদের মনে লালকে হারিয়ে নীলকে জায়গা করে দেবার চেষ্টা। অনেক মেয়েই নিজেকে এখন Blue Lover বলছে। বিগত দুই বছরে মেয়েদের কাছে নীল রঙ বিশেষ একটা জায়গা করে নিয়েছে। এখন অনেকে বিয়েতে নীল বেনারসীও পড়ছে। এখন অনেকে মেয়েই, মঙ্গলসূত্রের বদলে ডিজাইনার গহনা পড়ে।

আর একটা ব্যাপার, মুসলমান মেয়েদেরও সিঁদুরের প্রতি খুব আকর্ষণ আছে। ওরাও চায় সিঁদুর পড়তে। কিন্তু, স্বামীরা কিছুতেই permission দেয়না। তাই মুসলমান যুবকেরা হিন্দু মেয়েদের মন ভোলাতে এসব Post করছে।

Popular posts from this blog

Déjà Rêve: স্বপ্ন যখন বাস্তব

 Déjà Rêve: স্বপ্ন যখন বাস্তব ↓ স্বপ্ন আমাদের মস্তিষ্কের সৃষ্ট কিছু চিত্র বা গল্প যা আমরা ঘুমের ভিতর মনের অবচেতনে দেখি। ঘুমের যেকোন পর্যায়ে আমরা স্বপ্ন দেখতে পারি। তবে সাধারণত ঘুমের REM (rapid eye movement) পর্যায়ে আমরা বেশি স্বপ্ন দেখি কারণ তখন আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সচল থাকে। "দেজা রেভে" হল আপনি যা আগে কখনো স্বপ্ন দেখেছেন তা পুনরায় বাস্তবে দেখা। এর মানে, আপনি বর্তমানে যা চোখের সামনে দেখছেন তা একটি স্মৃতি এবং আপনি আগে যে স্বপ্ন দেখেছিলেন সেটার অনুরূপ কিছু বাস্তুবে দেখাকে দেজা রেভে বলে। অনেকেই মনে করেন যে দেজা রেভে হলো দেজা ভ্যূ এর বিপরীত। কিন্তু প্রকৃতপক্ষে দেজা রেভে হলো লুসিড ড্রিমিং এর বিপরীত এবং দেজা ভ্যূ এর অনুরূপ। ২০১৮ সালে ব্রেইন স্টিমুলেশন গবেষকরা বলেন যে দেজা রেভে সাধারণত আশেপাশে ঘটে যাওয়া ঘটনা না বুঝার জন্য হতে পারে। ফরাসি দলটি দেজা রেভে এর উপর স্পষ্ট ধারণা পাওয়ার জন্য আরো পরীক্ষানিরীক্ষা করতে থাকেন। এই পরীক্ষার মাধ্যমে তারা দেখতে পান যে ১৯৫৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেজা রেভে হওয়া সবাই আংশিকভাবে মৃগীরোগে আক্রান্ত ছিলো। সাধারণত মৃগী রোগীদের চিকিৎসায় ইলেকট্রিক ব্র...

বাংলার বারুজীবী বৃত্তান্ত

একসময় পান সুপারি দিয়ে নেমন্তন্ন করার প্রথা ছিল গ্রাম বাংলায়। তারপর ভোজের শেষে মুখুশুদ্ধি হিসেবেও পানের ব্যবহার ছিল তখন ।পান রাঙ্গা ঠোঁট ছিল আজকের সুন্দরীদের লিপস্টিক এর বিকল্প। আর এই পানের চাষ ও বিক্রির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বলা হতো বারুজীবি বা বারুই। পশ্চিমবঙ্গে হাওড়া ,হুগলি ও বীরভূম জেলার সদর শহর সিউড়িতে রয়েছে বারুইপাড়া ।এছাড়া দুই মেদনীপুর সহ অন্যান্য জেলাতেও কমবেশি এই সম্প্রদায়ের লোক বাস করে। একেবারে নিরীহ শান্ত সৌম্য ভীতু প্রকৃতির সম্প্রদায় ।তবে শৈল্পিক চিন্তাধারা বিশেষভাবে ফুটে ওঠে এই সম্প্রদায়ের। উৎপত্তি - বারুজিবী জাতির উৎপত্তি সম্পর্কে একটি প্রচলিত লোককথা রয়েছে ।সেখানে বলা হয়েছে এক শিব ভক্ত ব্রাহ্মণ ছিলেন ।তিনি প্রতিদিন শিব পূজা করতেন। কিন্তু, তার আরো অনেক কাজ ছিল ।যেমন যেমন পান চাষ, কাপড়বোনা প্রভৃতি।ব্রাহ্মণের বেশিরভাগ সময় চলে যেত ওই কাজে।তারপর কোন এক সময় পেলে শিবের মাথায় দুই একটি ফুল ছুঁড়ে কর্তব্য সারতেন। এসব দেখে শিব ঠাকুর তাকে আন্তরিকভাবে শুধুমাত্র তার পূজা করতে বললেন। এবং আরো জানিয়ে দিলেন তা করলে তার কোন অভাব থাকবে না। কিন্তু, ব্রাহ্মণ সে ...

হিন্দু বিরোধী, বৈষম্যমূলক OBC আইন

২০১১ সালে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় আসে। আর তারপরই রাজ্যের তথাকথিত পিছিয়ে পড়া (?) মুসলিম সম্প্রদায়ের জন্য কল্পতরু হয়ে ওঠেন মমতা ব্যানার্জি। মুসলিমদের জন্য নানা রকম সুযোগ সুবিধা দিতে থাকেন। আর সেই সময় চুপিসারে ২০১২ সালে পাস হয়ে যায় একটি আইন- “ The West Bengal Backward Classes (Other than Scheduled Castes and Scheduled Tribes) (Reservation of Vacancies in Services and Posts) Act, 2012,”  🔴কি ছিল সেই আইনে? আইন অনুযায়ী OBC ( Other Backward Classes ) কে দুই ভাগে ভাগ করা হয়; OBC-A এবং OBC-B । আর এইভাবে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষদের ঢালাও সরকারি চাকরিতে সংরক্ষণ দিয়ে দেওয়া হয়। আর সেই সংরক্ষণ দেওয়া হয় পিছিয়ে পড়া হিন্দুদের কোটার ভাগ কেটে। এখানে উল্লেখযোগ্য, OBC-তে হিন্দুরা যে সংরক্ষণের সুবিধা লাভ করতেন, তা পিছিয়ে পড়ার মাপকাঠিতে। তাছাড়া, সংরক্ষণ তালিকায় তাদের জাতির সঙ্গে হিন্দু কথা লেখা থাকতো না। কিন্তু OBC-A এবং OBC-B ক্যাটাগরিতে  যাদের পিছিয়ে পড়া বলে উল্লেখ করা হয়েছে, সেখানে তাদের জাতির পাশে পরিষ্কার ‛মুসলিম’ কথা...