Skip to main content

দূর্গামূর্তি নির্মাণে কি বেশ্যাবাড়ির মাটি ব্যবহৃত হয়?

বেশ্যভূঃ" কথা অর্থ-- গৃহ নির্মাণের জন্য ব্যবহৃত মাটি। (শব্দকল্পদ্রুম ৪৮৯০ পৃষ্ঠা খুলুন, দেখতে পাবেন।)

দূর্গামূর্তি নির্মাণে কি বেশ্যাবাড়ির মাটি ব্যবহৃত হয় - এসব গাঁজাখুরী গল্প বন্ধ। এসব অপপ্রচার করে হিন্দু ধর্মকে বদনাম করে চলেছে বামপন্থীরা।

হিন্দুরা কি গরু খায়?

উত্তর- না। কিন্ত, কিসের ভিত্তিতে বামপন্থীরা বলে হিন্দু ধর্মে গরু খাওয়া বৈধ?

উত্তর- বেদে 'গোঘ্ন' একটি শব্দের উল্লেখ আছে। গো+অঘ্ন= গরুকে হত্যা করা যাবে না। কিন্ত, বামপন্থী ও মুসলমানরা এর অর্থ বিকৃত করে বলেছে- গরু হত্যার যোগ্য! আর এই শব্দের ভিত্তিতেই আমাদেরকে অপমানিত করা হচ্ছে।

তেমনি, কোনো ধর্ম গ্রন্থেই দূর্গাপ্রতিমা নির্মানে বেশ্যাবাড়ির মাটির ব্যবহারের উল্লেখ নেই। তাহলে, কিসের ভিত্তিতে সবাই বলে দূর্গাপুজোতে বেশ্যাবাড়ির মাটি ব্যবহৃত হয়? 

উত্তর- "বেশ্যভূঃ" শব্দের ভিত্তিতে। 
"বেশ্যভূঃ" কথার অর্থ-- গৃহ নির্মাণের জন্য ব্যবহৃত মাটি। কিন্ত, বামপন্থী ও মুসলমানরা এর অর্থ বিকৃত করে বলেছে- 'বেশ্যাবাড়ির মাটি'। যা একান্তই ভুল। 

তাই, ভুল ও বিভ্রান্তি থেকে দূরে থাকুন। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।