Skip to main content

ভারতীয় ক্রিকেট খেলাধুলা কেন শুধুমাত্র Star Sports চ্যানেলেই সম্প্রসারণ করা হয়?

 ভারতীয় ক্রিকেট খেলাধুলা শুধুমাত্র Star Sports চ্যানেলেই সম্প্রচার করা হয় কারণ Star India, যা ভারতের বৃহত্তম মিডিয়া সংস্থা, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI) এর সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে ভারতীয় ক্রিকেটের একচেটিয়া সম্প্রচার অধিকার রয়েছে। এই চুক্তির অধীনে, Star India ভারতীয় ক্রিকেটের সমস্ত ফর্ম্যাট, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক, ঘরোয়া এবং মহিলা ক্রিকেট, সম্প্রচার করে।

Star India এই চুক্তিটি জিতেছে কারণ এটি BCCI-এর কাছে সর্বোচ্চ অর্থ প্রদান করেছিল। Star India-এর কাছে ভারতে একটি বিশাল গ্রাহক বেস রয়েছে, এবং এটি ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায়।

Star Sports-এর বাইরে ভারতীয় ক্রিকেট সম্প্রচারের কিছু বিকল্প রয়েছে, তবে সেগুলি মূলত অনলাইন-ভিত্তিক। উদাহরণস্বরূপ, Hotstar, যা Star India-এর একটি অংশ, ভারতীয় ক্রিকেটের কিছু ম্যাচ সম্প্রচার করে।

অতএব, ভারতীয় ক্রিকেট খেলাধুলা শুধুমাত্র Star Sports চ্যানেলেই সম্প্রচার করা হয় কারণ Star India-এর ভারতীয় ক্রিকেটের একচেটিয়া সম্প্রচার অধিকার রয়েছে।


এই চুক্তির শর্তাবলী নিম্নরূপ:

•চুক্তির মেয়াদ: ৫ বছর

•সম্প্রচারের অধিকার: ভারতীয় ক্রিকেটের সমস্ত ফরম্যাটের সম্প্রচারের অধিকার স্টার ইন্ডিয়া পাবে। এর মধ্যে রয়েছে: 

॰ ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সব আন্তর্জাতিক ম্যাচ

॰ ভারতীয় মহিলা ক্রিকেট দলের সব আন্তর্জাতিক ম্যাচ

॰ ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সব ম্যাচ


•সম্প্রচারের মাধ্যমের ধরন: সম্প্রচারের মাধ্যমের ধরন হল টেলিভিশন, ডিজিটাল এবং স্যাটেলাইট।

•অর্থের পরিমাণ: চুক্তির অর্থের পরিমাণ ৪৮,৩৯০ কোটি টাকা। এটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থের চুক্তি।

এই চুক্তির ফলে ভারতীয় ক্রিকেটের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এটি ভারতীয় ক্রিকেটের উন্নয়নে সহায়ক হবে।


চুক্তির কিছু উল্লেখযোগ্য দিক হল:

এই চুক্তির অধীনে, স্টার ইন্ডিয়া ভারতীয় ক্রিকেটের সম্প্রচারের একচেটিয়া অধিকার পাবে।এই চুক্তির মেয়াদ ৫ বছর। এর ফলে, স্টার ইন্ডিয়া ভারতীয় ক্রিকেটের সম্প্রচারের অধিকার পাবে ২০২৮ সাল পর্যন্ত।এই চুক্তির অর্থের পরিমাণ ৪৮,৩৯০ কোটি টাকা। এটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থের চুক্তি।

এই চুক্তির ফলে, ভারতীয় ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হিসেবে আবির্ভূত হবে।


Source : Google 

Popular posts from this blog

Déjà Rêve: স্বপ্ন যখন বাস্তব

 Déjà Rêve: স্বপ্ন যখন বাস্তব ↓ স্বপ্ন আমাদের মস্তিষ্কের সৃষ্ট কিছু চিত্র বা গল্প যা আমরা ঘুমের ভিতর মনের অবচেতনে দেখি। ঘুমের যেকোন পর্যায়ে আমরা স্বপ্ন দেখতে পারি। তবে সাধারণত ঘুমের REM (rapid eye movement) পর্যায়ে আমরা বেশি স্বপ্ন দেখি কারণ তখন আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সচল থাকে। "দেজা রেভে" হল আপনি যা আগে কখনো স্বপ্ন দেখেছেন তা পুনরায় বাস্তবে দেখা। এর মানে, আপনি বর্তমানে যা চোখের সামনে দেখছেন তা একটি স্মৃতি এবং আপনি আগে যে স্বপ্ন দেখেছিলেন সেটার অনুরূপ কিছু বাস্তুবে দেখাকে দেজা রেভে বলে। অনেকেই মনে করেন যে দেজা রেভে হলো দেজা ভ্যূ এর বিপরীত। কিন্তু প্রকৃতপক্ষে দেজা রেভে হলো লুসিড ড্রিমিং এর বিপরীত এবং দেজা ভ্যূ এর অনুরূপ। ২০১৮ সালে ব্রেইন স্টিমুলেশন গবেষকরা বলেন যে দেজা রেভে সাধারণত আশেপাশে ঘটে যাওয়া ঘটনা না বুঝার জন্য হতে পারে। ফরাসি দলটি দেজা রেভে এর উপর স্পষ্ট ধারণা পাওয়ার জন্য আরো পরীক্ষানিরীক্ষা করতে থাকেন। এই পরীক্ষার মাধ্যমে তারা দেখতে পান যে ১৯৫৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেজা রেভে হওয়া সবাই আংশিকভাবে মৃগীরোগে আক্রান্ত ছিলো। সাধারণত মৃগী রোগীদের চিকিৎসায় ইলেকট্রিক ব্র...

বাংলার বারুজীবী বৃত্তান্ত

একসময় পান সুপারি দিয়ে নেমন্তন্ন করার প্রথা ছিল গ্রাম বাংলায়। তারপর ভোজের শেষে মুখুশুদ্ধি হিসেবেও পানের ব্যবহার ছিল তখন ।পান রাঙ্গা ঠোঁট ছিল আজকের সুন্দরীদের লিপস্টিক এর বিকল্প। আর এই পানের চাষ ও বিক্রির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বলা হতো বারুজীবি বা বারুই। পশ্চিমবঙ্গে হাওড়া ,হুগলি ও বীরভূম জেলার সদর শহর সিউড়িতে রয়েছে বারুইপাড়া ।এছাড়া দুই মেদনীপুর সহ অন্যান্য জেলাতেও কমবেশি এই সম্প্রদায়ের লোক বাস করে। একেবারে নিরীহ শান্ত সৌম্য ভীতু প্রকৃতির সম্প্রদায় ।তবে শৈল্পিক চিন্তাধারা বিশেষভাবে ফুটে ওঠে এই সম্প্রদায়ের। উৎপত্তি - বারুজিবী জাতির উৎপত্তি সম্পর্কে একটি প্রচলিত লোককথা রয়েছে ।সেখানে বলা হয়েছে এক শিব ভক্ত ব্রাহ্মণ ছিলেন ।তিনি প্রতিদিন শিব পূজা করতেন। কিন্তু, তার আরো অনেক কাজ ছিল ।যেমন যেমন পান চাষ, কাপড়বোনা প্রভৃতি।ব্রাহ্মণের বেশিরভাগ সময় চলে যেত ওই কাজে।তারপর কোন এক সময় পেলে শিবের মাথায় দুই একটি ফুল ছুঁড়ে কর্তব্য সারতেন। এসব দেখে শিব ঠাকুর তাকে আন্তরিকভাবে শুধুমাত্র তার পূজা করতে বললেন। এবং আরো জানিয়ে দিলেন তা করলে তার কোন অভাব থাকবে না। কিন্তু, ব্রাহ্মণ সে ...