মনে রাখতে হবে,
বিজেপি টা "জনসঙ্ঘ" নয়!!
বিজেপি টা "হিন্দু মহাসভা" নয়!!
বিজেপি আদৌ অফিসিয়ালি হিন্দুত্ববাদী দল নয়!!
বিজেপির সংবিধান এ "গান্ধীবাদী সমাজবাদ" কে নীতি হিসাবে গ্রহণ করে দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদ এর প্রচার করেছে!!
বিজেপি "একাত্ম মানবতার" কে ত্যাগ করেই প্রতিষ্ঠা হয়েছে। বিজেপি শুধু শ্যামাপ্রসাদ মুখার্জীর নামটাই উচ্চারণ করে, বাণী নয়!! বিজেপি দীনদয়াল উপাধ্যায় কেও ত্যাগ করেছে!! বিজেপি সম্পূর্ণরূপে গান্ধীর নীতি ও আদর্শে কংগ্রেসের শুন্যস্থান দখল করে, আরেকটা কংগ্রেস হতে চাইছে!!
নরেন্দ্র মোদীর "সবকা সাথে সবকা বিকাশ" পর্যন্ত বিশ্বাস করে, ঠিক আছে মনে করেছিলাম। কিন্তু উনি দ্বিতীয়বারের নব অবতারে "সবকা বিশ্বাস" জুড়ে দিয়ে নিজের গোপন অ্যাজেন্ডা প্রকাশ করে দিলেন!! 80 কোটি হিন্দুর বিশ্বাসের কোনও দাম নেই, গান্ধীর মতো! উনার এখন 16% দেশদ্রোহী জেহাদীদের বিশ্বাস অর্জনের অলীক চেষ্টা;
কুকুরের বাঁকা লেজে ঘি মালিশ করে সোজা করার অবাস্তব, অসম্ভব, ব্যর্থ চেষ্টা, একদমই গান্ধীর মতো!!
তবে হতাশ হওয়ার কিছু নেই, প্রকৃতি শুন্যতা পরিহার করে!! অচিরেই প্রকৃত দেশপ্রেমিক, হিন্দুত্ববাদী দল নিশ্চয়ই উঠে আসবে!! এই সনাতন হিন্দুত্ব যখন জেগেছে, অপর পাল্লায়, দাঁড়ি পাল্লায় হিন্দু ভোট ব্যাঙ্কের পাল্লা অনেক বেশী ভারী হয়ে গেছে!!
রাজনৈতিক দল নেতাদের দিল্লিতে জামা মসজিদের শাহী ইমাম বুখারীর (আবদুল্লাহ বুখারীর পুত্র আহমেদ বুখারীর) দুয়ারে কপাল ঠোকা বন্ধ হয়ে গেছে!! জেহাদীদের, ইমাম, মৌলভীদের কপালে ভাঁজ লম্বা হয়ে গেছে!!
একটা গাছ সুদীর্ঘ কাল সতেজ থাকে না, তার ফল থেকেই বা কলম থেকে, নতুন সতেজ গাছ জন্মায়!! তবে শুধু ভয় একটাই, হিমন্ত বিশ্বশর্মা, যোগীজী যেন অকালেই শাস্ত্রীজীর পথে চলে না যান... !!