অপরাজিত বঙ্গাধিপতি
শশাঙ্ক মহারাজ
কানসোনাতে রাজধানী হতে
হর্ষে দিয়েছে বাজ।
মগধ, গৌড়, রাঢ় দেশ গাঁথে
উড়িষ্যা ভুবনেশ্বর
রাজনৈতিক সম্প্রসারে
কেঁপে ওঠে স্থানেশ্বর।
একদিকে তিনি রক্ষা করেন
হিন্দুত্বের ওই মতি
পরমতসহিষ্ণু তবু
মহাবিহারেও স্থিতি ।
জলকষ্টে দীঘির জল
শরশঙ্ক খোঁড়েন
নালন্দাতে বাড়ান হাত
ঐতিহ্যতে মোড়েন।
কৃষি শিল্প জ্ঞানচর্চা
বাণিজ্যে অগ্রগতি
এমন রাজ্য শাসন করেন
গৌড়ের অধিপতি ।
বঙ্গাব্দের সূচনা খানা
হয়ে যায় তাঁর হস্তে
পাঁচশত তিরানব্বই সাল
বিয়োগ করার ন্যস্তে ।
বাদ দাও যদি অঙ্কটা ওই
দু'হাজার পার একুশ
চৌদ্দোশ আটাশএলো
এলো বাঙালির হুঁশ।
✍ কল্যাণ চক্রবর্তী
🎨 ছবি এঁকেছেন- শীর্ষ আচার্য
আমার কল্পনার দৃষ্টিতে বাংলা বিহার উড়িষ্যার সম্রাট গৌরাধিপতি শশাঙ্ক এঁর নতুন আঙ্গিকে চিত্র অঙ্কন করলাম। বঙ্গাব্দের প্রবর্তক ও বাঙালির হৃদয় সম্রাট শশাঙ্কের জয়। শুভঃ বাঙালি নববর্ষ।