Skip to main content

ইমরানের দশটি ছেলে

ইমরানের দশটি ছেলে
          ঘোরে পাড়াময়,
একটি কোথা হারিয়ে গেল
          রইল বাকি নয়।

ইমরানের নয়টি ছেলে
          কাটতে গেল কাঠ,
একটি কেটে দু’খান হল
          রইল বাকি আট।

ইমরানের আটটি ছেলে
          বসলো খেতে ভাত,
একটির পেট ফেটে গেল
          রইল বাকি সাত।

ইমরানের সাতটি ছেলে
          গেল জলাশয়,
একটি সেথা ডুবে ম’ল
          রইল বাকি ছয়।

ইমরানের ছয়টি ছেলে
          চ’ড়তে গেল গাছ,
একটি ম’ল পিছলে পড়ে
          রইল বাকি পাঁচ।

ইমরানের পাঁচটি ছেলে
          গেল বনের ধার,
একটি গেল বাঘের পেটে
          রইল বাকি চার।

ইমরানের চারটি ছেলে
          নাচে ধিন ধিন,
একটি ম’ল আছাড় খেয়ে
          রইল বাকি তিন।

ইমরানের তিনটি ছেলে
          ধরতে গেল রুই,
একটি খেলো বোয়াল মাছে
          রইল বাকি দুই।

ইমরানের দুইটি ছেলে
          মারতে গেল ভেক,
একটি ম’ল সাপের বিষে
          রইল বাকি এক।

ইমরানের একটি ছেলে
          কাঁদে ভেউ ভেউ,
মনের দুঃখে বনে গেল
          রইল না আর কেউ।