Skip to main content

আশ্বিন বিরাথু এবং 969 আন্দোলন

2001 এ মায়ানমারে শুরু হয়েছিল "969 আন্দোলন"। এই আন্দোলনই তার জনপ্রিয়তা বাড়িয়েছিল। 2003 সালে তার 25 বছরের সাজা হয়। 2012 সালে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। 2015 তে আবারো একটি ধর্ষণ হয়। এই সুযোগ কে কাজে লাগায় বিরাথু। ফলাফল রাখাইন অঞ্চলে  দাঙ্গা।
2017 তে আবারো গণহত্যা।

Patriotic associated of Mayanmar মায়ানমারের কট্টর রাষ্ট্রবাদী সংগঠন। তারা শুধুমাত্র ধার্মিক বা সামাজিক হিত নয়, ব্যবসায়ীক হিত ও দেখে। কাতার টেলি ব্যাবসার চুক্তি বন্ধ করে দেয়।

মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডলে, যেখানে বিরাথুর মঠের হেড অফিস অবস্থিত। এই মূখ্যালয়ের সামনে মুসলমানের হাতে অত্যাচারিত প্রত্যেক বৌদ্ধ ব্যক্তির ছবি আছে।

"তোমার মনে দয়া এবং প্রেম থাকতেই পারে। তার অর্থ এই নয় যে, তুমি কোনো পাগল কুকুরের পাশে শুতে পারবে।"

" বাড়ির কুকুরটি যেমন অচেনা কাওকে দেখলে চিৎকার করে, আগত সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন করে। আমিও তাই। মুসলমান বিপদ সম্পর্কে সকলকে সচেতন করছি"