Skip to main content

হিন্দুত্বের সারাদিন

|| হিন্দুত্বের সারাদিন ||



১৮ বছরের পূজাকে অপহরণ করতে না পেরে রাস্তার মাঝে গুলি করলো বাহিদ। জোরপূর্বক ধর্মান্তরন আর হিন্দু মেয়েদের অপহরণ করে ভোগ করাই এদের লক্ষ্য
২| The Kashmir Files সিনেমার বন্ধ করার জন্য রাজস্থানের কোটা শহরে এক মাসের জন্য 144 ধারা জারি করলো রাজস্থান কংগ্রেস সরকার।



৩| এক বাঙালির সম্মান


কাশির ১২৫ বর্ষীয় যোগ গুরু স্বামী শিবানন্দ কে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পদ্মশ্রী পুরস্কারের সম্মানিত করলেন। লিঙ্কে- ভিডিও দেখুন

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সোমবার (22 মার্চ 2022) রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে 125 বর্ষীয় যোগগুরু স্বামী শিবানন্দ সহ বেশ কয়েকজনকে পদ্ম পুরস্কার থেকে সম্মনিত।

রাষ্ট্রপতি ভবনে সম্মাননা অনুষ্ঠানের সময় যখন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের যোগ গুরু শিবানন্দজি কে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার জন্য নাম ঘোষনা ঘোষণা করা হয়, তখন তিনি বড়ই ফুর্তির সঙ্গে তাঁর চেয়ার থেকে ওঠেন এবং তিনবার নতমস্তক হন। প্রথমে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে নতমস্তক হন। এইসময় প্রধানমন্ত্রীও তার চেয়ার থেকে উঠে দাঁড়ান। উপরাষ্ট্রপতি বেঙ্কায়া ন্যায়ডু এবং গৃহমন্ত্রী অমিত শাহ সহ অনেক নেতা তাঁর সম্মানে উঠে দাঁড়ান এবং করতালির মাধ্যমে সম্মান জানান।



এর পরে যোগ গুরু শিবানন্দ রাষ্ট্রপতিকে দু’বার দন্ডবৎ প্রণাম করেন। এই দৃশ্য দেখে রাষ্ট্রপতি কোবিন্দও উঠে দাঁড়ান এবং এগিয়ে গিয়ে শিবানন্দজি কে পদ্মশ্রী পুরস্কার সম্মানিত করেন। 125 বছর বয়সেও শিবানন্দবাবু সম্পূর্ণরূপে সুস্থ আছেন।

সরকারী তথ্য অনুযায়ী শিবানন্দ বাবুর জন্ম ১৮৯৬ সালে অবিভক্ত বাংলার শ্রীহট্ট জেলায়। অর্ধাহারে অনাহারে পিতা মাতার মৃত্যুর পরে তিনি কাশি চলে যান। এবং সেখানে গুরু ঔঙ্করানন্দের কাছে দীক্ষা নেন। ১৯২৫ সালে গুরুর আদেশে বিশ্বভ্রমনে বেরিয়ে পড়েন এবং ৩৪ বছর গোটা পৃথিবীর বিভিন্ন স্থানে কাটিয়েছেন।

৪|


৫|

আবারো অক্ষয় কুমারের কুকীর্তি। তিলক নিয়ে বললো কু’কথা। তার মতে , দু পেগ মদ খাওয়ার পর হিন্দুরা তো কুকুরকেও তিলক লাগায়! 

৬|

“हमारे यहाँ जुमे के दिन मस्जिद को नमाज के लिए बंद करा दिया गया। पचास साल में ऐसा पहली बार हुआ है, जब हमें यहाँ नमाज पढ़ने से रोका गया।“
– জফরুল ইসলাম, দিল্লী অল্পসংখ্যক কমিটির পূর্ব অধ্যক্ষ


প্রকৃত ঘটনাটি হলো গত শুক্রবার দিল্লীর ষোল মসজিদে কোনো নামাজ পড়তে দেওয়া হয়নি, বিগত 50 বছরে এমন ঘটনা আর কখনও হয়নি বলে জাফারুল ইসলামের অভিযোগ। আসলে এই এলাকায় শুক্রবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগার সম্ভাবনা থেকে পূর্ব সতর্কতামূলক ভাবে ষোল মসজিদের নামাজ বন্ধ করে দিয়েছিলো দিল্লী পুলিশ প্রশাসন।


৭|
বিহারের সহরসা জেলার মহিষী থানায় হয়ে গেলো এক বিশাল ধর্মান্তরন। বেশ কয়েকটি গ্রামের দরিদ্র হিন্দুদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরনিত করা হলো। অনুষ্ঠানটি হয়েছে মনরগ গ্রামে। এই ঘটনায় পুলিশ নিরপেক্ষ দর্শক, সরকার পক্ষের মন্ত্রী এই ধর্মান্তরনের কাজে সরাসরি জড়িত।

এতোবড়ো একটা ঘটনা ঘটে যাবে আর RSS, VHP কিছু করবে না তাই কখনো হয়!? VHP spokesperson বিনোদ বন্সল 3P process আরম্ভ করে দিয়েছে । প্রথমেই তিনি বিহারের মূখ্যমন্ত্রী নীতির কুমারকে টুইটারে tag করে অভিযোগ (Petition) জানিয়েছেন।

এই অঞ্চলের বিজেপি পর্যবেক্ষক JIBESH KUMAR জানিয়েছেন তারা এর প্রতিবাদে পথ প্রদর্শন (Protest) করবেন। এই প্রসঙ্গে বিনোদ বন্সলের বক্তব্য বিহারে জোরপূর্বক ধর্মান্তরনের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে । আমরা অনেক আগে থেকেই বিহারে Anti Conversion Bill আনার অনুরোধ (Prayer) জানিয়েছি। এবং ভবিষ্যতেও অনুরোধ জানাবো।


৮| চিনের কঠোর দন্ড নীতি সত্ত্বেও ১৫ সন্তানের জন্ম দিলো এক মুসলমান অবিবাহিত যুগল!

তখনও চিনে লাগু ছিলো ‘One Child Policy’, নিয়ম অমান্য করলেই চরম শাস্তি। তবুও সমস্ত নিয়মে বুড়ো আঙুল দেখিয়ে ১৫ সন্তানের জন্ম দিলো Liyang (76) ও Lu Hongal (46) । এই ১৫ জনের মধ্যে ৪ জন পুত্র সন্তান এবং ১১ জন কন্যা সন্তান।

Global Times এর রিপোর্ট অনুযায়ী 2016 সালে Liyang তার চেয়ে 30 বছরের ছোটো Lu Hongal কে বিবাহ করেছিলো। কিন্ত Registration করেনি, তাই তারা সরকারের নজরের বাইরে ছিলো। 2019 পর্যন্ত তারা দারিদ্রের কারনে সরকারি Subsidy ও ভোগ করতো। কিন্তু গত ১ লা মার্চ তাদেরকে পুলিশ গ্রেফতার করে। এই ঘটনায় 11 জন অফিসারকে শাস্তির মুখে পড়তে হয়েছে।

জন্ম নিয়ন্ত্রণের একটাই উপায় নাসবন্দী। নিয়ম যতোই কঠোর হোক না কেনো মুসলমানরা তা মানতে রাজি নয়। একমাত্র যদি বন্ধ্যাত্বকরণ করানো যায়, তবেই জন্ম নিয়ন্ত্রণ সম্ভব।

৯|

হরিদ্বারে হোলির দিন নামাজ পড়তে আসা মুসলমান ভিড় হিন্দুদের উপর আক্রমণ করলো। ঘটনাটি উত্তরাখন্ডের হরিদ্বারের পার্শ্ববর্তী শ্যামপুর গ্রামের। এই থানার O/C অনিল চৌহানের মতে বিজেপির লালঢ়াং মন্ডল অধ্যক্ষ আলোক দ্বিবেদী অভিযোগ দায়ের করেছেন। তার বক্তব্য অনুযায়ী তিনি তার সহকর্মীদের সাথে হোলী পালন করছিলেন সেইসময় মুসলমান সম্প্রদায় তাদের উপর আক্রমণ করে নজর হাসান আন্সারী, আরবাজ আন্সারী, মুস্তকিন হিন্দুদের উপর লাঠি নিয়ে চড়াও হয়। তারপর চলে পাথর ছোড়া। বিগত কিছুদিন ধরেই হরিদ্বারে ব্যাপক Land Jihad লক্ষ্য করা গেছে। আগামি কিছু দিনের মধ্যেই তারা হরিদাস শহরটিকে কব্জা করার চেষ্টা করছে। সরকার পক্ষের সেকুলার কাজকর্ম বজায় থাকলে সেটা যে খুব কঠিন নয়, তা বলাই বাহুল্য।

১০|

নয়ডায় নামাজের জন্য বন্ধ করানো হলো হোলী, সিজ করার হলো DJ। নয়ডার ইকোটেক-3 থানার ঘটনা। যেখানে কিছু বালক হোলী পালন করছিলো। তখনই কিছু মুসলমান এসে হোলী বন্ধ করার হুমকি দেয়। এরপর তাদের অভিযোগ অনুযায়ী পুলিশ এসে DJ সিজ করে নেয়। জানা যাচ্ছে আগামী সবেবরাত পর্যন্ত তাদের DJ ফেরত দেওয়া হবে না। Link – https://youtu.be/rUYF3AE7ikM
১১|

এই একই ধরনের ঘটনা ঘটেছে বিহারের বেগুসরাইয়েও। যেখানে 300 মুসলমানের ভীড় এসে চাঁকু তলার দিয়ে হিন্দুদের উপর আক্রমণ করে। ভিডিও দেখুন- https://youtu.be/eiDS63HKpQs


১২| উত্তরপ্রদেশের বরেলিতে প্রথমে নিজেরাই মসজিদে রং ছিটিয়েছে। তারপর সেই অজুহাতে রাস্তা অবরোধ করে এবং রাস্তা দিয়ে যাওয়া এক বাইক আরোহী কে পিটিয়ে মেরেছে। Link :  //twitter.com/himanshupatelrs/status/1505050275337621507?s=19

এসবই কট্টরপন্থী মুসলমানদের ঘৃণ্য ষড়যন্ত্র  – কোথাও মসজিদে রং লাগানো, কোথাও নামাজ পড়তে বাধা দেওয়া, কোথাও জোরে মাইক বাজানোর অভিযোগ তুলে হিন্দুদের উপর আক্রমণ করছে।




BISপন্থা




















Cultures Of Hindus 















Popular posts from this blog

 বর্তমানে রাত্রীকালীন বিবাহের প্রাসঙ্গিকতা :- ____________________________________ মুসলমান অত্যাচারের কারণে 'রাত্রি কালীন গোপন বিবাহ' রীতির প্রচলন। এসব সত্য জানার সত্ত্বেও এখনও এই রীতি বয়ে নিয়ে হচ্ছে। তার সম্ভাব্য কারণ কি কি হতে পারে? ১| দিনের বেলা সকলে ব্যস্ত থাকে নানা কাজে। কেও স্কুলে, কেও অফিসে কেও বা অন্য কোনো কাজে লিপ্ত থাকেন। তাই সেই কাজের মাঝে অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব হয় না। তাই সন্ধ্যার লগ্নে বিয়ে হলে মানুষ দুপুরে কাজের শেষে বিশ্রাম নিয়ে সন্ধ্যেয় সেজেগুজে এসে বিয়ে দেখতে পারে। রাত্রে প্রায় সকলেই বাড়িতে থাকেন। তাই কোথাও নিমন্ত্রণ রক্ষা করা বিষয়টা অনেকটাই নির্ঝঞ্ঝাট মনে হয়। ২| এখন বিবাহ একটি পারিবারিক উৎসব নয়। বরং বিবাহ আত্ম অহংকার, ক্ষমতার প্রদর্শনীতে পরিণত হয়েছে। রাতে জমকালো Light Show দেখানো যায়। বাজীর প্রদর্শনী করা যায়। এর সাথে আরও যত রকমভাবে নিজের ক্ষমতার প্রদর্শন করা সম্ভব সবরকম চেষ্টাই করা হয়। কিন্ত দিনে এই সমস্ত ঘটনার Prime Focus একজনের উপর পড়া সম্ভব নয়, তাই রাত্রে। ৩| সামাজিক দৃষ্টিকোণ: বর্তমানে দিনে বিবাহ দেওয়াকে দারিদ্রতার দৃষ্টিকোণ থেকে দেখা ...

ব্রাহ্মণ্য অত্যাচার তত্ত্বের Propaganda Vs Reality

ভারত বাংলাদেশ আর পাকিস্তান মিলে প্রায় 50 কোটি মুসলিম বাস করে। কিন্তু, এতো মুসলিম তো আরবেও নেই। তাহলে এতো মুসলমান এলো কোথা থেকে? অন্য ধর্মের লোক এতো দ্রুত হারে বাড়ছে না কেনো? অন্য ধর্মের 50 কোটি লোক হলোনা কেনো ? Communist আর secular দের বক্তব্য এরা হিন্দুই ছিল, কিন্তু ব্রাহ্মণদের অত্যাচারের ফলে আর মুসলিমদের ধর্মের উদারতার কারণে জাত-পাতহীনতার কারণে এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরা মুসলিমদের দান-ধ্যানের নীতি, সুফি_সন্তদের জীবনযাত্রায় প্রভাবিত হয়ে "ইসলাম" ধর্ম গ্রহণ করেছে। ব্রাহ্মণদের অত্যাচার তত্ত্ব  Communist রা হিন্দু সমাজকে দুইভাগে ভাগ করেন-- 1. উচ্চ বর্ণ  2. নিম্ন বর্ণ সমাজের সবচেয়ে ভক্তিবান মানুষ হলো তথাকথিত নিম্নবর্ণের মানুষরা। তাদের কাছে ধর্মই সব। তাঁরা সব করতে পারেন কিন্তু ঠাকুর কে অবহেলা করেন না। তাঁরা শুধুমাত্র ব্রাহ্মণদের অত্যাচারের জন্যেই ধর্মান্তরিত হয়েছে এটা বিশ্বাস করেন কিভাবে❓ এটা তো গেলো পুরোনো যুগের কথা.... এবার এখনকার কথা বলি.... আচ্ছা বলুন তো, আমরা আমাদের পারিবারিক সূত্রে বা বন্ধুদের সূত্রে প্রায় প্রতিদিন নানান রকম খবর শুনি। যেমন- কারোর বিয়ে হয়েছে, কার...

বৃদ্ধাশ্রম ও অনাথালয় এর সংযুক্তিকরণ

আমি কিছু ছোট ছোট old age home এবং orphan home এ গেছি এবং সেখানে গিয়ে মনে হয়েছে বৃদ্ধ মানুষগুলো তাঁদের পরিবারের ছোটো-ছোটো নাতি-নাতনীদের মিস করেন। আবার অনাথালয়ের orphan দের কাছে গিয়ে মনে হয়েছে তারা যদি দাদু ঠাকুমাদের মত কাওকে পেত, যারা তাদের একটু গল্প বলবে, মাথায় হাত বুলিয়ে তাদের আদর করবে তাহলে তারাও হয়ত অনেকটা ভালো থাকত। তাই আমার মনে হয়েছে বৃদ্ধাশ্রম ও orphan home যদি একই ছাদের নীচে করা সম্ভব হয় তাহলে ওইসব বৃদ্ধ-বৃদ্ধা এবং বাচ্চা ছেলেমেয়েগুলোর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার যে কষ্ট, সেটা সামান্য হলেও লাঘব হবে। এবার আমি এটা নিয়ে কতটা ঠিক ভেবেছি বা এটা ইমপ্লিমেন্ট করা কতটা সম্ভব বা তার প্রতিবন্ধকতার জায়গা গুলো আমি সম্পুর্ন ওয়াকিবহল নই। সম্পূর্ণ একটা ইমোশনাল ভাবনা থেকে এটা আমি ম্যাডামকে জানিয়েছি। ম্যাডাম বা ডিপার্টমেন্ট এ যারা দীর্ঘদিন ধরে অনেক গুরুদায়িত্ব সামলেছেন তাঁদের সবার পর্বত সমান অভিজ্ঞতা। যদি তাঁরা এই ভাবনার মধ্যে কোনো পজিটিভ দিক আছে বলে মনে করেন এবং প্রাকটিক্যাল গ্রাউন্ডে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব মনে করেন এবং এক ছাদের তলায় old age home এবং orphan home তৈরী করা...