হিন্দুর সাথে, হিন্দুর পাশে
_____________________________________________
বাঙালি হিন্দুর মাটি বাঁচানোর লড়াইয়ের নাম হিন্দু সংহতি। বাঙালি হিন্দুর সম্মান বাঁচানোর লড়াইয়ের নাম হিন্দু সংহতি। পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি হিন্দুর অধিকার রক্ষার লড়াইয়ের নাম হিন্দু সংহতি। জেহাদ মুক্ত পশ্চিমবঙ্গের স্বপ্নকে বাস্তবায়নের সংকল্পের নাম হিন্দু সংহতি।
_____________________________________________
হিন্দু সংহতির সামর্থ্য সীমিত, কিন্ত ইচ্ছাশক্তি সীমাহীন। ছোটো ছোটো চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য 'বুলডগ টেনসিটি' নিয়ে কাজ করাই তাদের লক্ষ্য। লাভ জিহাদের ফাঁদে পড়া নাবালিকা হোক কিংবা সংখ্যালঘু এলাকাতে হিন্দু নির্যাতন সর্বত্রই বিনা দ্বিধায় সাহায্যের হাত বাড়ায় সংহতি। বন্যা বিপর্যস্ত অনাহারে থাকা মানুষের পাশে রাজনৈতিক লাভ শূন্যতা উপলব্ধি করে যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন সবচেয়ে আগে ছুটে যায় হিন্দু সংহতি। আবার কেউ স্বধর্মে ফিরতে চাইলে তাকে স্বাগত জানিয়ে ঘরে ফেরার পথও সুগম করে দেন তারা।
যখন কোনো হিন্দু সামাজিকভাবে 'একঘরে' হয়ে পড়ে কিংবা আইন যখন সাহায্য করতে অস্বীকার করে তখন নির্ভয়ে এগিয়ে আসে সংহতি। আইনি সহযোগিতা হোক বা আর্থিক সহযোগিতা কিংবা নাবালিকা উদ্ধারে দেরী করার বিরুদ্ধে থানা ঘেরাও করা কোনো কাজেই পিছিয়ে থাকে না তারা।
যেখানে হিন্দু গণহত্যায় RSS হিন্দু-মুসলমান ভাই-ভাই বলে গলা জড়িয়ে ধরে কিংবা BJP এর মতো তথাকথিত হিন্দুবাদী দল যখন মুসলমান ভোট হারানোর ভয়ে মুখ খুলতে রাজি হয় না। তখন হিন্দুর একমাত্র ভরসা হিন্দু সংহতি।