Skip to main content

পসমন্দা মুসলমানদের উদ্দেশ্যে বিজেপির স্নেহ!

ভারতীয় রাজনীতি এক নতুন দিকে ঘুরতে চলেছে। দেশজুড়ে 'স্নেহযাত্রা', মুসলমানদের অনুন্নয়ণ, পিছিয়ে পড়া আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে চলেছে।

এবার থেকে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এর পাশাপাশিই সংখ্যালঘুদের 'স্নেহ' বিষয়টি উঠতে চলেছে।

টার্গেট- মুসলমান ও খ্রিস্টান ভোট
এলাকা- কেরালা, গোয়া, উত্তর-পূর্ব 

2002 এ মুসলমানের আগুনে ট্রেন জ্বলে অযোধ্যা থেকে ফেরা 58 জন কারসেবক মারা গেছিলো। কিন্ত সেই 2002 এই 300 হিন্দু পুলিশের গুলিতে মারা যায়। 50,000 হিন্দু জেলে যায়। আজও বহু হিন্দু আজীবন কারাবাস ভোগ করছে।

আর এইসব কালি মুছতে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী 'সদ্ভাবনা যাত্রা' শুরু করেছিলেন। এবার সেই মডেলেই এবার দেশজুড়ে 'স্নেহ যাত্রা' শুরু হতে চলেছে।

তেলঙ্গনায় বিজেপির তরফে দু'দিনের সর্বভারতীয় বৈঠক ডাকা হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'বিজেপির নীতি হল ভারতকে সন্তুষ্টি থেকে সম্পূর্ণতার দিকে নিয়ে যাওয়া।'

মোদী আরও বলেছেন, ‘যেহেতু আমরা এখন ক্ষমতায় আছি, আমাদের উচিত ‘স্নেহযাত্রা’ বের করা। আগে আমরা সংগ্রাম যাত্রা বের করতাম। এখন তা স্নেহ যাত্রা হওয়া উচিত।’