কুকুরগুলো ঘেউ ঘেউ করেই চলে.....
আমাদের ঘুম নষ্ট হয়।
অথচ ওদের যে খেতে দেওয়া হয় না, তা নয়।
আমাদের পাতকুড়িয়ে যা থাকে,
কুকুরদের পক্ষে তা যথেষ্ট,
তবু ওরা ঘেউ ঘেউ করেই চলে....
হয়তো আনন্দ করে একটু খেতে বসেছি
তখনই "ঘেউ ঘেউ"...
এতো কিসের ক্ষিদে কে জানে!
ওদের মধ্যে কয়েকটা আবার আমাদের দেখলে
পায়ের উপর গড়িয়ে পড়ে ল্যাজ নাড়ে!
ওদের একটু খুশী করে দিই।
এঁটো খাবারের সাথে দু এক টুকরো চিবোনো মাংসের হাড়ও দিই।
ওরা তাতেই খুশী হয়।
কিন্তু কয়েক টা কুকুর আছে তারা মাঝে মাঝে
খুব বিশ্রী ভাবে দাঁত বের করে গর গর করে....
ইচ্ছে করে ওগুলোর মাথার মাঝখানে
গুলি চালিয়ে দিই।
ওরা সুকান্ত ভট্টাচার্যের "একটি মোরগের কাহিনী
পড়ে নি।
এতো ঘেউ ঘেউ এর পরিণাম,
ওরা জানে না ।
অথবা এমন তো নয়..
কাগজের বাক্সে রাখা
আপাত নিরীহ দেশলাই কাঠি ওরা?
✍ সুস্মিতা ঠাকুর (অধ্যাপিকা, বাংলা বিভাগ, কান্দি রাজ কলেজ)