Skip to main content

অঙ্কিতার খুনি শাহরুখকে পুড়িয়ে মারলে নগদ ১১ লাখ টাকা পুরস্কার!

কিছুদিন আগে ঝাড়খণ্ডের বাসিন্দা অঙ্কিতাকে নৃশংসভাবে খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিও করেছেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত শাহরুখ অঙ্কিতাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারে।
অযোধ্যার প্রধান সিদ্ধপীঠ হনুমানগড়ীর প্রবীণ পুরোহিত রাজু দাস এই বিষয়টি নিয়ে একটি বিবৃতি জারি করেছেন। তিনি জানিয়েছেন অঙ্কিতার হত্যাকারী শাহরুখকে যে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে পারবে তাকে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তার আরো দাবি যে এই পুরস্কারের টাকা ইতিমধ্যেই তার কাছে এসেও গেছে। তিনি জানান এখন আমি অপেক্ষায় আছি ঝাড়খণ্ডের এই মেয়েটির প্রতি কে সুবিচার করেন। অর্থাৎ তিনি দেখতে চাইছেন শাহরুখকে প্রকাশ্যে পুড়িয়ে মেরে কে এই পুরস্কারের টাকা তার কাছ থেকে নিয়ে যান।

বিবৃতি সহ একটি ভিডিও প্রকাশ করে রাজু দাস জানিয়েছেন, ” কি দোষ করেছিল ঝাড়খণ্ডের অঙ্কিতা? তাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল শাহরুখ। অঙ্কিতা অস্বীকার করলে তাকে পেট্রোল ঢেলে নৃশংসভাবে পুড়িয়ে মারা হয়। শেষ নিশ্বাস পর্যন্ত অঙ্কিতা বলে গেছেন, সে যে পরিমাণ যন্ত্রণা পাচ্ছে শাহরুখও যেন সেই সমান যন্ত্রণা পায়।”

তার আরো বক্তব্য,”আমাদের বোন আজ আর এই পৃথিবীতে নেই। তবে তার আত্মার শান্তির জন্য এমন কিছু করা উচিত যা তার সাথে করা হয়েছিল ।তাই আমি ঘোষণা করছি অভিযুক্ত শাহরুখকে যে প্রকাশ্যে পুড়িয়ে মারতে পারবে তাকে আমি ১১ লক্ষ টাকা পুরস্কার দেবো।” এছাড়াও পুরোহিত রাজুর বক্তব্য, দেশের কোন মেয়ে যেন লাভ জিহাদের শিকার না হয়। সেক্ষেত্রে কোন সম্পর্কে জড়ানোর আগে প্রত্যেকের উচিত পরিবার ও সংস্কৃতি সম্পর্কে অনুসন্ধান করা।

Popular posts from this blog

Indian Population 2050

আমার কথা প্রথমে কিছুটা ভিত্তিহীন মনে হয়। কিন্ত পরে সেটাই সত্যি হয়ে যায়। কিছু তথ্য দিয়ে রাখি, ১| আগামী বছর ভারতের জনসংখ্যা চিনকে ছাড়িয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত। বর্তমানে ভারতের জনসংখ্যা 141 কোটি, আর চিনের জনসংখ্যা 142 কোটি। আগামী 1 বছরে চিনকে ছাড়িয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। ২| আপনি যেটা ভাবছেন সরকার কিন্ত সেটা ভাবছে না। সরকারের ভাবনা হলো, একটি বৃহৎ জনসংখ্যা বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। সরকার Man কে Manpower এ রূপান্তরিত করার কথা ভাবছে। সরকার ভারতের জনসংখ্যা বাড়াতে চলেছে। 2050 এ ভারতের জনসংখ্যা বেড়ে হবে 166, আর চিনের জনসংখ্যা কমে হবে 131 কোটি। ৩| ভারতের স্বপ্ন সবচেয়ে কর্মক্ষম, সবচেয়ে তারুণ্যে ভরা দেশে পরিণত হওয়া। এই স্বীকৃতি ভারতের কাছে থাকবে না 2050 এ ভারতের মানুষের কর্মক্ষমতা এবং তারুণ্য হ্রাস পাবে। বরং পাকিস্তান, আমেরিকা এবং বাংলাদেশ এই তালিকার শীর্ষে থাকবে। ৪| জন্ম_নিয়ন্ত্রণের যে কুফল চিন ভোগ করছে ভারত তা চাই না। তাই জন্ম_নিয়ন্ত্রণের পথে হাঁটবে না ভারত। তাছাড়া দক্ষিণে জন্ম বৃদ্ধির হার অনেক কম। উত্তরে জন্ম_হার অনেক বেশি। ফলে একটি উত্...

संस्कृत वर्णमाला

अ आ इ  संस्कृत वर्णमाला अ अ अश्ब; आ आ आम्रः। अश्बः चतुरः ; आम्रः मधुरः। इ इ इक्षु: ; ई ई ईशाः।  रक्षतु सर्वानपि परमेशः। उ उ उदकम्, ऊ ऊ ऊर्मि । उदकम् प्रवहति, प्रभवति ऊर्मिः। ऋ ऋ ऋषिः ; ऋषिं नमामः। ऋ, ऌ इति वयं पठामः। ए ए एडः, स्थूलः पुष्ठः। ऐ ऐ इन्द्रजालिकः । ओ ओ ओतुः, 'म्याव् म्याव् ओतुः। ओ ओषधम्, मास्तु मास्तु। 

শশাঙ্ক

অপরাজিত বঙ্গাধিপতি শশাঙ্ক মহারাজ কানসোনাতে রাজধানী হতে হর্ষে দিয়েছে বাজ। মগধ, গৌড়, রাঢ় দেশ গাঁথে উড়িষ্যা ভুবনেশ্বর রাজনৈতিক সম্প্রসারে  কেঁপে ওঠে স্থানেশ্বর। একদিকে তিনি রক্ষা করেন হিন্দুত্বের ওই মতি পরমতসহিষ্ণু তবু মহাবিহারেও স্থিতি । জলকষ্টে দীঘির জল শরশঙ্ক খোঁড়েন নালন্দাতে বাড়ান হাত  ঐতিহ্যতে মোড়েন। কৃষি শিল্প জ্ঞানচর্চা বাণিজ্যে অগ্রগতি এমন রাজ্য শাসন করেন  গৌড়ের অধিপতি । বঙ্গাব্দের সূচনা খানা হয়ে যায় তাঁর হস্তে পাঁচশত তিরানব্বই সাল বিয়োগ করার ন্যস্তে । বাদ দাও যদি অঙ্কটা ওই দু'হাজার পার একুশ চৌদ্দোশ আটাশএলো এলো বাঙালির হুঁশ। ✍ কল্যাণ চক্রবর্তী 🎨 ছবি এঁকেছেন- শীর্ষ আচার্য আমার কল্পনার দৃষ্টিতে বাংলা বিহার উড়িষ্যার সম্রাট গৌরাধিপতি শশাঙ্ক এঁর নতুন আঙ্গিকে চিত্র অঙ্কন করলাম। বঙ্গাব্দের প্রবর্তক ও বাঙালির হৃদয় সম্রাট শশাঙ্কের জয়। শুভঃ বাঙালি নববর্ষ।