Skip to main content

দূর্গাপূজো Vs দূর্গোৎসব

 আমরা অত্যন্ত আগ্রহের সাথে দূর্গাপূজোর অপেক্ষা করছি। আর মাত্র ১০০ দিন বাকি। সেই দিনটাও গুণে রেখেছি। ইতিমধ্যেই ফ্লিপকার্ট থেকে নতুন কিছু বাছাই করার চেষ্টাও করেছি, তবে এখনো তেমন কিছুই পছন্দ হয়নি। আর কিছুদিন পর সব ফাইনাল করবে। কেনা-কাটা, খাওয়া-দাওয়া আর হৈ-হুল্লোর করে ঘুড়ে বেড়ানো এটাতেই তো দূর্গাপূজোর আনন্দ!

কিন্ত, কেনা-কাটা, খাওয়া-দাওয়া আর হৈ-হুল্লোর করে ঘুরে বেড়ানোর জন্য দূর্গাপূজোর কি দরকার!? সেটা তো যে কোনো সময়েই করা সম্ভব!


দূর্গাপূজোর গুরুত্ব টা কি? দূর্গাপূজো না বলে দূর্গোৎসব বলাটাই যথোচিত। কারণ দূর্গাপূজোতে 'পূজো' থাকে। আর পূজো মানেই উপোস, উপাসনা, সংযম, আর প্রার্থনা। কিন্ত দূর্গোৎসবে ওসবেই বালাই নেই। তুমি দিব্যি মদ-মাংস-বিরিয়ানি খেতে পারো। এখানেই দূর্গাপূজো আর দূর্গোৎসবের পার্থক্য।