Skip to main content

কংগ্রেস Vs RSS

কংগ্রেস (1885-1947) ঠিক এই কাজটাই করতো। স্বাধীনতা সংগ্রামের কাজকে নিয়ন্ত্রণ করতো। প্রথমে সবাইকে ইংরেজদের অত্যাচারের কথা বলে সবাইকে একজোট করতো। তারপর বলতো আমরা সহিংসতার পথ বেছে নেবো না, আমাদের কাজ হবে অহিংস পথে। কংগ্রেস কখনো সহিংসতার পথ বেছে নেয়নি, স্বাধীনতা আন্দোলনকেও সঠিক পথে পরিচালিত করেনি, তাই কংগ্রেসকে "Safety Vulbe" বলা হতো। ঠিক একই সূত্র RSS এর ক্ষেত্রেও খাটে।
যদি কংগ্রেসের কৃতিত্ব স্বীকার করতে হয়, তবে বলতে হবে একটা সময় গোটা দেশকে নেতৃত্ব দিয়েছিলো গান্ধী। সবাই বিশ্বাস করেছিলো তাকে, বিশ্বাস করেছিলো চরকা কে। তাদের দৃঢ় বিশ্বাস ছিলো চরকাতেই স্বাধীনতা আসবে। ভগৎ সিং, ক্ষুদিরামের মতো দু-একটা বোম মেরে কোনো লাভ হয়, নেতাজির মতো অস্ত্র ধরেও লাভ হয়না। স্বাধীনতা চরকাতেই আসে! ভরসা রাখুন হিন্দুরাষ্ট্র RSS এর হাত ধরেই হবে। লাঠি না চালালো তো কি হয়েছে, মুখ তো চলছে! তাতেই যথেষ্ট!

জয় শ্রীরাম ||🙏🏻