মুসলমানরা যেখানে বাস করে সেটাই মুসলমান রাষ্ট্র, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তই হোক না কেনো। যতই ক্ষুদ্র বা বৃহৎ অঞ্চলই হোক না কেনো মুসলমানরা বাস করে এর অর্থ সেটা মুসলমান রাষ্ট্র।
আর হিন্দুদের হাতে না নিজস্ব সমাজ ব্যবস্থা আছে, না আছে নিজস্ব শাসন ব্যবস্থা, না আছে নিজস্ব শিক্ষাব্যবস্থা, না আছে নিজস্ব বিচার ব্যবস্থা, হিন্দুরা না করতে পারে একচেটিয়া ব্যবসা, না দেয় দশাংশ দান (tax), না মানে কাওকে, না মানে সমাজ, না মানে ধর্ম। তাহলে কীভাবে হবে হিন্দুরাষ্ট্র ?
আগে এগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখো। যেদিন এগুলোকে নিজস্ব নিয়ন্ত্রণে আনতে পারবে সেদিনই হিন্দুরাষ্ট্র পেয়ে যাবে। তুমি যা ভাবছ, সরকার হিন্দুরাষ্ট্র দেবে, সেটা অসম্ভব। সরকার ইচ্ছা করলে শুধুমাত্র একটি ভৌগোলিক এলাকা দিতে পারে। কিন্ত তাকে নিয়ন্ত্রণ করা, হিন্দুরাষ্ট্রে পরিণত করা এবং হিন্দুরাষ্ট্র হিসেবে চিরকাল অস্তিত্ব টিকিয়ে রাখার দায়িত্ব হিন্দুদের।
আগে হিন্দুরাষ্ট্রের ধারণা পরিস্কার করো, তবেই হিন্দুরাষ্ট্র হিন্দুরাষ্ট্র করে লাফাবে। যদি হিন্দুরা কোনো এলাকাকে সম্পূর্ণ (95%+) নিয়ন্ত্রণ করতে পারে, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেনো সেটাই হিন্দুরাষ্ট্র। এর পিছনে সরকারের স্ট্যাম্প এর প্রয়োজন নেই। কারণ এমনিতেই সমাজব্যবস্থা, শাসন ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থা তোমার নিয়ন্ত্রণে আছে, তাহলে সরকারটাও তুমিই গড়ে, তুমিই ভাঙবে।