Skip to main content

মোহন ভাগবতের কার্যকাল আর কত দিন?

🔴 মোহন ভাগবতের কার্যকাল আর কত দিন,
বলতে পারবেন? RSS এর পরবর্তী সরসঙ্ঘচালকের নির্বাচন কবে হবে? কে হবে পরবর্তী সরসঙ্ঘচালক?

চলুন আজ সরসঙ্ঘচালক পদ্ধতি সম্পর্কে একটু আলোকপাত করা যাক। একজন স্বয়ংসেবক কিভাবে সরসঙ্ঘচালক হন?

সরসঙ্ঘচালক পদ্ধতি সঙ্ঘের শুরুর দিক থেকেই চলে আসছে। এর নিয়োগ পদ্ধতি হলো - একজন সরসঙ্ঘচালক যখন মনে করেন তিনি ঠিক মতো সেবা করতে পারছেন না, বা তার শারিরীক অক্ষমতার জন্য তিনি ঠিক মতো কাজ করতে পারছেন না, তখন তিনি পরবর্তী কোনো যোগ্য ব্যক্তিকে পরবর্তী সরসঙ্ঘচালক নিয়োগ করেন।

তাই, মোহন ভাগবতের যতদিন ইচ্ছা ততদিন তিনি RSS এর সরসঙ্ঘচালক থাকবেন, সেটা আজীবনও হতে পারে।

RSS এর পরবর্তী সরসঙ্ঘচালক কে হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করবে মোহন ভাগবতের ইচ্ছার উপর। তিনি যে কাউকে পরবর্তী সরসঙ্ঘচালক মনোনীত করতে পারেন।

সরসঙ্ঘচালকের কার্যকালের কোনো সময়সীমা হয় না। যখন মোহন ভাগবত মনে করবেন তিনি ঠিক মতো সেবা করতে পারছেন না, বা তার শারিরীক অক্ষমতার জন্য তিনি ঠিক মতো কাজ করতে পারছেন না, তখন তিনি কোনো যোগ্য ব্যক্তিকে পরবর্তী সরসঙ্ঘচালক মনোনীত করবেন।

যার জবাবদিহি করার ভয় নেই, যার পদচ্যুতির ভয় নেই, তার কার্যাকলাপ মধ্যে যে অন্যরকম হবেই তা বলাই বাহুল্য।