Skip to main content

হিন্দুত্বের সারাদিন

 



ধর্মান্তরন বিরোধী বিল পেশ হরিয়ানা বিধানসভায়, খুশি সকল হিন্দুরা

জোরপূর্বক ধর্মান্তরণের বন্ধ করতে হরিয়ানায় পাশ হলো ধর্মান্তরন বিরোধী বিল। মঙ্গলবার (22 মার্চ 2022) দুই ঘণ্টার আলোচনার পর পাশ হয়ে যায় বিলটি। কংগ্রেস সদস্যরা এই বিলের প্রতিবাদে ওয়াক আউট করেছে। 



এই বিলে জোরপূর্বক ধর্মান্তরনকে বন্ধ করতে কড়া পদক্ষেপের কথা উল্লেখ আছে। ধর্মান্তরণ সংশোধন বিল, 2022 (হরিয়ানা প্রিভেনশন অফ ল ফুল কনভার্সন অফ রিলিজিয়ন বিল, 2022) অনুযায়ী বড় যদি লোভ দেখিয়ে বা বল প্রয়োগ করে বা ধোকা দিয়ে  যদি কেউ ধর্ম পরিবর্তন করায় তাহলে এক থেকে পাঁচ বছর পর্যন্ত সাজা এবং কম করে হলেও একটি লাখ টাকা জরিমানা করা হবে।

আইন অনুযায়ী, কেউ যদি অপ্রাপ্তবয়স্ক, মহিলা বা অনুসূচিত জনজাতি কে ধর্মান্তরিত করে বা ধর্মান্তরিত করার চেষ্টা করে তবে 4 থেকে 10 বছর জেল এবং 3 থেকে 10 লাখ টাকা জারিমানা করা হবে।

জোরপূর্বক ধর্মান্তরন প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছর জেল এবং নূন্যতম 5 লাখ টাকা জরিমানা। ধর্ম লুকিয়ে বিবাহ করলে 3 থেকে 10 বছরের জেল এবং 3 লাখ টাকা জরিমানা। 


তমিলনাডুর বিরুধুনগর জেলায় একজন মহিলার কে গণধর্ষণ করা হয়েছে। পিড়িতার অভিযোগে আট লোককে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন DMK এর কার্যকর্তা এবং বাকি চারজন নাবালক।

আবার অনেক লোকের একসাথে গণধর্মান্তরণ করা হলে 5 থেকে 10 বছরের জেল এবং 4 লাখ টাকা জরিমানা। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই এই অপরাধ জামিন অযোগ্য।

২|

তামিলনাড়ুতে গণধর্ষণ: বামৈস্লামিক জিহাদ 


তমিলনাডুর বিরুধুনগর জেলায় একজন মহিলার সাথে গ্যাংরেপ করা হয়েছে। পিড়িতের অভিযোগে আট লোককে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন DMK এর কার্যকর্তা এবং বাকি চারজন নাবালক।



গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম হরিহরন, জুনেথ আহমেদ, প্রভিন এবং মদাসামি। এছাড়াও 4 নাবালককেও গ্রেফতার করা হয়েছে, যারা ক্লাস 10-12 পড়ে। পুলিশ বক্তব্য ওই মহিলাকে অনেকবার রেপ করা হয়েছে।




৩|

ছত্তিশগড়ের হিন্দুদের ঘর_ওয়াপসি

দারিদ্র্যতায় ভুগতে থাকা ছত্তিশগড় জুড়ে শুধুই ধর্মান্তরনের রমরমা। এবার সেইসব অভাগাদের ঘরে ফেরাতে উদ্যোগ নিলো এক হিন্দু সংগঠন। তাদের পা ধুয়ে ঘরে ফিরিয়ে নিলো । ছত্তিশগড়ের মহাসমুদ্রের কটাঙ্গপালি গ্রামে বিশ্ব কল্যাণ মহাযজ্ঞের মাধ্যমে প্রায় 1200 জনকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হয়। 





Video Link- 

Another Video link-

এই অনুষ্ঠানে সকলের পা ধুয়ে দেন প্রবল প্রতাপ সিং। তার পিতা দিলীপ সিং বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিলেন। তিনিও রাজপরিবারের সদস্য তাই হিন্দুধর্ম রক্ষায় ব্রতী হয়েছেন। তিনি বলেছেন - যতদিন সকল ধর্মান্তরতিত হিন্দুকে ঘরে ফেরাতে না পারি ততদিন ঘর-বাপসি চলতে থাকবে।


৪|

আবারো শিরোনামে কেরালা হাইকোর্টের জাজ কমল পাশা।



 কুরআনে নাচ হারাম, তাই পুলিশকে নির্দেশ দিয়ে মোহিনীঅট্টম নৃত্য বন্ধ করিয়ে দিলো কেরালার জাজ কমল পাশা। অপমানে কেঁদে ফেললেন নৃত্যশিল্পী নীনা প্রসাদ। শুধুমাত্র স্টেজ থেকে নামিয়েই দেওয়া হয়নি, তাদের সাথে অভদ্রতাও করা হয়েছে বলে জানান নীনা দেবী।



৫|

শিবমোগা উডুপ্পির পর এবার মহালিঙ্গেশ্বর : বার্ষিক মহোৎসবে দোকান খুলবে শুধুমাত্র হিন্দুরা



সাম্প্রতিক হিজাব বায়না নিয়ে মুসলমানদের বাড়বাড়ন্ত এবং হিন্দু হত্যার প্রতিবাদে কর্ণাটকের হিন্দুদের কার্যকলাপ নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। 
 

পুত্তুর জেলায় অবস্থিত মহালিঙ্গেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হওয়া বার্ষিক অনুষ্ঠানে শুধুমাত্র হিন্দুদেরকেই দোকান লাগানোর অনুমতি দেওয়া হয়েছে। আগামী 10-20 এপ্রিল এই অনুষ্ঠান চলবে। এই অবস্থায় অস্থায়ী দোকানের নিলামের জন্য শুধুমাত্র হিন্দুদেরকেই ডাকা হয়েছে। মন্দির প্রশাসন এই প্রসঙ্গে একটি নোটিশ জারি করেছে। 

এইরকম সিদ্ধান্তের কারণ কি?

কিছুদিন আগেই এই রাজ্যের শিবমোগা অঞ্চলে বজরং দলের সদস্য হর্ষ কে হত্যা করেছিলো জিহাদীরা। এবার তারই প্রতিফলন হিসেবে এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।


৬|

হোলীতে জিহাদের হাতে মার খাও আবার জেলও খাটো! উত্তরপ্রদেশের বদায়ুতে যাকে মেলো জিহাদীরা, তাকেই ভরা হলো জেলে। ভয়ে পালালো 30 টি পরিবার।

৭|

'सरकारी काफिर मारे जाएँगे, तब वापस होगी CAA-NRC’: सलीम खान को कोर्ट का जमानत देने से इनकार, दिल्ली दंगों की रची थी साजिश


বিস্তারিত- https://hindi.op


৮|

আমেরিকার বায়ুসেনায় এবার তিলক লাগানোর অনুমতি পেলো হিন্দুরা। 

দু'বছর ধরে এই দাবি আদায়ের চেষ্টা করছিলেন দর্শন শাহ। এতোদিন পর পেলেন অনুমতি। অনেক আগে থেকেই অনলাইন সাপোর্ট পাচ্ছিলেন তিনি, এবার খুশির হাওয়া বন্ধু মহলে। 
 



লাভ জিহাদ


খন্ডবা, মধ্যপ্রদেশ : মহম্মদ আরবাজ রাহুল শর্মা সেজে এক হিন্দু মেয়েকে প্রেম জালে ফাঁসায় তারপর চলে যৌন শোষন। এরপর যখন ওই মেয়েটি রাহুলের আসল পরিচয় জেনে যায় তখন সে পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ তাকে গ্রেফতার করলে ক্রমাগত কেস তোলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে মহম্মদ আরবাজ। 


ইন্দোর, মধ্যপ্রদেশ : লাভ জিহাদের ফাঁসিয়ে হিন্দু মেয়ের সাথে দুষ্কর্ম ।


পন্ডৃনাথ, মধ্যপ্রদেশ : প্রথমে লাভ জিহাদ। তারপর দুষ্কর্ম। এরপর সমঝোতা করে নেওয়ার জন্য চাপ দেয় আরশাদ। সমঝোতা মেনে না নেওয়ায় আরশাদ, শাহনাজ, সইদ মিলে আবারো ধর্ষণ।

গোকুলগাঁও, খন্ডবা : লাভ জিহাদের ফাঁদে পড়ে মৃত্যুর 40 দিন পর আসমান খানের বিরুদ্ধে FIR করলো মধ্যপ্রদেশ পুলিশ। 



১০|

দিল্লি এয়ারপোর্টেও Land_Jihad



দিল্লী ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুফী ফকিরের মজার তৈরি করে ফেলেছে মুসলমানরা! সেখানে প্রতিদিনই নিয়মিত নামাজ পড়াও চলছে। তাদের দাবি এই এই মাজারে কারণেই সুরক্ষিত রয়েছে এয়ারপোর্ট। সবই আল্লাহ্‌র দোয়া! 


১১|




“द कश्मीर फाइल्स ब्राह्मणों का दर्द दिखाती है। उन्हें पूरे सम्मान के साथ कश्मीर में सुरक्षित रहने की अनुमति दी जानी चाहिए। निर्माताओं को कई राज्यों में बड़ी संख्या में मुसलमानों की हत्याओं को दिखाने के लिए एक फिल्म बनानी चाहिए। मुसलमान कीड़े नहीं, बल्कि इंसान हैं और देश के नागरिक हैं।”- IAS নিয়াজ খান


কাশ্মীর ফাইলস নিয়ে কুকথা বলার জন্য IAS নিয়াজ খানকে show cause করলো মধ্যপ্রদেশ সরকার।



বাংলাদেশ 

আবারও লাভজিহাদের আগ্রাসন। একই গ্রাম থেকে একদিনে দুইজন নাবালিকা সনাতনি মেয়ে মোল্লার হাত ধরে  নিখোঁজ


নামঃ প্রিতিলতা 
বয়সঃ ১১-১২
পড়ালেখাঃ class 6
গ্রামঃ মহৎপাড়া
পোঃ চাপারহাট
থানাঃ কালিগঞ্জ 
জেলাঃ লালমনিরহাট
গত ২১-০৩-২২ইং বিকেলে থেকে নিখোঁজ হয়েছে।


 একই গ্রামের নিরলা দাস নামে ও এক সনাতনী বোন নিখোঁজ
 নামঃ নিরলা দাস
বয়সঃ ১২-১৩
পড়ালেখাঃ ৬ ক্লাসে পড়ে
গ্রামঃ মহৎপাড়া
পোঃ চাপারহাট
থানাঃ কালিগঞ্জ 
জেলাঃ লালমনিরহাট

সংগৃহীত ঃরংপুর বিভাগীয় লাভ জিহাদ প্রতিরোধ কমিটি গ্রুপ


BISপন্থা

Leftist's Bramha

Leftist's Shiva


Leftist's Hara-Parvati



Hindu Creation



আগামী-









 


Popular posts from this blog

 বর্তমানে রাত্রীকালীন বিবাহের প্রাসঙ্গিকতা :- ____________________________________ মুসলমান অত্যাচারের কারণে 'রাত্রি কালীন গোপন বিবাহ' রীতির প্রচলন। এসব সত্য জানার সত্ত্বেও এখনও এই রীতি বয়ে নিয়ে হচ্ছে। তার সম্ভাব্য কারণ কি কি হতে পারে? ১| দিনের বেলা সকলে ব্যস্ত থাকে নানা কাজে। কেও স্কুলে, কেও অফিসে কেও বা অন্য কোনো কাজে লিপ্ত থাকেন। তাই সেই কাজের মাঝে অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব হয় না। তাই সন্ধ্যার লগ্নে বিয়ে হলে মানুষ দুপুরে কাজের শেষে বিশ্রাম নিয়ে সন্ধ্যেয় সেজেগুজে এসে বিয়ে দেখতে পারে। রাত্রে প্রায় সকলেই বাড়িতে থাকেন। তাই কোথাও নিমন্ত্রণ রক্ষা করা বিষয়টা অনেকটাই নির্ঝঞ্ঝাট মনে হয়। ২| এখন বিবাহ একটি পারিবারিক উৎসব নয়। বরং বিবাহ আত্ম অহংকার, ক্ষমতার প্রদর্শনীতে পরিণত হয়েছে। রাতে জমকালো Light Show দেখানো যায়। বাজীর প্রদর্শনী করা যায়। এর সাথে আরও যত রকমভাবে নিজের ক্ষমতার প্রদর্শন করা সম্ভব সবরকম চেষ্টাই করা হয়। কিন্ত দিনে এই সমস্ত ঘটনার Prime Focus একজনের উপর পড়া সম্ভব নয়, তাই রাত্রে। ৩| সামাজিক দৃষ্টিকোণ: বর্তমানে দিনে বিবাহ দেওয়াকে দারিদ্রতার দৃষ্টিকোণ থেকে দেখা ...

ব্রাহ্মণ্য অত্যাচার তত্ত্বের Propaganda Vs Reality

ভারত বাংলাদেশ আর পাকিস্তান মিলে প্রায় 50 কোটি মুসলিম বাস করে। কিন্তু, এতো মুসলিম তো আরবেও নেই। তাহলে এতো মুসলমান এলো কোথা থেকে? অন্য ধর্মের লোক এতো দ্রুত হারে বাড়ছে না কেনো? অন্য ধর্মের 50 কোটি লোক হলোনা কেনো ? Communist আর secular দের বক্তব্য এরা হিন্দুই ছিল, কিন্তু ব্রাহ্মণদের অত্যাচারের ফলে আর মুসলিমদের ধর্মের উদারতার কারণে জাত-পাতহীনতার কারণে এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরা মুসলিমদের দান-ধ্যানের নীতি, সুফি_সন্তদের জীবনযাত্রায় প্রভাবিত হয়ে "ইসলাম" ধর্ম গ্রহণ করেছে। ব্রাহ্মণদের অত্যাচার তত্ত্ব  Communist রা হিন্দু সমাজকে দুইভাগে ভাগ করেন-- 1. উচ্চ বর্ণ  2. নিম্ন বর্ণ সমাজের সবচেয়ে ভক্তিবান মানুষ হলো তথাকথিত নিম্নবর্ণের মানুষরা। তাদের কাছে ধর্মই সব। তাঁরা সব করতে পারেন কিন্তু ঠাকুর কে অবহেলা করেন না। তাঁরা শুধুমাত্র ব্রাহ্মণদের অত্যাচারের জন্যেই ধর্মান্তরিত হয়েছে এটা বিশ্বাস করেন কিভাবে❓ এটা তো গেলো পুরোনো যুগের কথা.... এবার এখনকার কথা বলি.... আচ্ছা বলুন তো, আমরা আমাদের পারিবারিক সূত্রে বা বন্ধুদের সূত্রে প্রায় প্রতিদিন নানান রকম খবর শুনি। যেমন- কারোর বিয়ে হয়েছে, কার...

বৃদ্ধাশ্রম ও অনাথালয় এর সংযুক্তিকরণ

আমি কিছু ছোট ছোট old age home এবং orphan home এ গেছি এবং সেখানে গিয়ে মনে হয়েছে বৃদ্ধ মানুষগুলো তাঁদের পরিবারের ছোটো-ছোটো নাতি-নাতনীদের মিস করেন। আবার অনাথালয়ের orphan দের কাছে গিয়ে মনে হয়েছে তারা যদি দাদু ঠাকুমাদের মত কাওকে পেত, যারা তাদের একটু গল্প বলবে, মাথায় হাত বুলিয়ে তাদের আদর করবে তাহলে তারাও হয়ত অনেকটা ভালো থাকত। তাই আমার মনে হয়েছে বৃদ্ধাশ্রম ও orphan home যদি একই ছাদের নীচে করা সম্ভব হয় তাহলে ওইসব বৃদ্ধ-বৃদ্ধা এবং বাচ্চা ছেলেমেয়েগুলোর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার যে কষ্ট, সেটা সামান্য হলেও লাঘব হবে। এবার আমি এটা নিয়ে কতটা ঠিক ভেবেছি বা এটা ইমপ্লিমেন্ট করা কতটা সম্ভব বা তার প্রতিবন্ধকতার জায়গা গুলো আমি সম্পুর্ন ওয়াকিবহল নই। সম্পূর্ণ একটা ইমোশনাল ভাবনা থেকে এটা আমি ম্যাডামকে জানিয়েছি। ম্যাডাম বা ডিপার্টমেন্ট এ যারা দীর্ঘদিন ধরে অনেক গুরুদায়িত্ব সামলেছেন তাঁদের সবার পর্বত সমান অভিজ্ঞতা। যদি তাঁরা এই ভাবনার মধ্যে কোনো পজিটিভ দিক আছে বলে মনে করেন এবং প্রাকটিক্যাল গ্রাউন্ডে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব মনে করেন এবং এক ছাদের তলায় old age home এবং orphan home তৈরী করা...